রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বদির ভাতিজা ই’য়াবা সম্রাট শাহজাহান ভারতে পালানোর সময় গ্রেফতার

news-image

কক্সবাজারের ই’য়াবা সম্রাট হিসেবে পরিচিত ও সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাতিজা মো. শাহজাহান আ’টক হয়েছেন। ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনের পুল’িশ আ’টক করে তাকে। তিনি টেকনাফ উপজেলার লেংগোবিল গ্রামের জাফর আহম্মেদের ছেলে এবং জাতীয় শ্রমিক লীগের টেকনাফ উপজেলার সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান।বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ আ’টক করে তাকে।

বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, ভারতের যাওয়ার মো. শাহজাহান ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন। এ সময় তার পাসপোর্ট ব্লক থাকায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক শাহজাহান পুলিশকে জানান, বিদেশে যাওয়ার বাধা থাকায় কৌশলে বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন। তার বি’রুদ্ধে একাধিক অস্’ত্র, মা’দক মা’মলা রয়েছে।

যশোরের এএসপি জুয়েল ইমরান, এমপি বদিউর রহমানের ভাতিজা চেয়ারম্যান শাহজাহান আ’টকের সত্যতা নিশ্চিত করেছেন।