মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে মদ পানে ৫ জনের মৃত্যু : অসুস্থ্য-২

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছ পৌর শহরের ধুমগাড়া গ্রামে দেশীও চোলাই মদ পান করে ৩ দিনে ৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দুইজন অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ দিকে মামলা ও সামাজিক মর্যাদা হানির ভয়ে নিহতদের পরিবারের লোকজনেরা চোলাই মদ পানে মৃত্যুর ঘটনা গোপন রাখে। তবে দেশীও চোলাই মদ পানে একে একে মৃত্যুর মিছিলে পাঁচ জন যোগ হলে ঘটনটি চাঞ্চল্যের সৃস্টি হয়।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত সোমবার সন্ধায় হারাগাছ ধুমগড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আমরুল ইসলাম (৪০), ক্যালেনটারী গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে আনারুল ওরফে মেডিকেল (৪৪) একই গ্রামের চাঁন মিয়া (৩৬), মিলনবাজার গ্রামের মৃত আবদার আলীর পুত্র এজারুল ইসলাম (৩৮), সারাই কাসাইটারী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে ফুলবাবু (৫২) একই গ্রামের ওবায়দুল (৪৭), পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে নুর আমিন ড্রাইভার (৪৩), হারাগাছ থানার চরচতুরা গাছবাড়ী এলাকায় স্থানীয় জনৈক ব্যক্তির বাড়ীতে দেশীও চোলাই মদ পান করে বাড়ী ফিরে যায়।

এদিকে অতিরিক্ত চোলাই মদ পানে বিষক্রিয়ায় ব্রেইন স্টক হয়ে সোমবার রাতেই ধুমগড়া গ্রামের আমরুল ইসলাম নিজবাড়ীতে মারা যায়। মঙ্গলবার দুপুরে ক্যালেনটারী গ্রামের আনারুল ওরফে মেডিকেল নিজ বাড়ীতে ও মিলনবাজার গ্রামের এজারুল ইসলাম রংপুর হাসপাতালে মারা যায়। বুধবার সন্ধায় নিজ বাড়ীতে পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের নুর আমিন ড্রাইভার ও কাসাইটারী গ্রামের ফুলবাবু হাসপাতালে মারা যায়। এছাড়া কাসাইটারী গ্রামের ওবায়দুল নিজ বাড়ীতে ও ক্যালেনটারী গ্রামের চান মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে নিহতের পরিবারের সদস্যরা জানায়, নিহতরা আগে মাদক সেবন করলেও বেশ কিছুদিন ধরে তাঁরা নেশা করে না। নিহত ফুলবাবুর স্ত্রী গুলশান আরা জানান, তাঁর স্বামী মুরগির ব্যবসা করেন। গত সোমবার রাতে বাড়ী ফিরে মাথায় প্রচন্ড ব্যাথা অনুভব করেন। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়। অবস্থার অবনতি ঘটলে বুধবার বিকেলে তাকে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই কথা জানালেন, নিহত এজারুলের ভাই আলা মিয়া।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত মদ পানে পাঁচজনের মৃত্যুর বিষয়ািট নিশ্চিত করলেও নিহতের পরিবারের সদস্যরা মামলা আতঙ্কে মদ পানে মুত্যর ঘটনাটি গোপন করে রাখে। নিহতের পরিবারের লোকজনেরা জানায়, মদ পানে নয়, ব্রেইন স্টক হয়ে তাদের মৃত্যু হয়েছে। আর তাদের এ বক্তব্যে ৫জনের মৃত্যু নিয়ে এলাকায় ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলেন, সঠিকভাবে তদন্ত হলে মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।হারাগাছ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মামুদার রহমান বলেন, স্প্রিট মিশ্রিত দেশীয় চোরাই মদ পানে পাঁচজন মারা যাওয়া বিষয়টি গ্রামের লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন। এলাকাবাসী জানায়, হারাগাছ থানা হওয়ার পর এলাকায় মাদক সেবন ও বিক্রি বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে আবারও গোপানে বিভিন্ন এলাকায় মাদক সেবন ও বিক্রি হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি (অপারেশন) মো: রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কেউ অভিযোগ করেন নাই। তবে ঘটনাটি স্থানীয়ভাবে জানার পর চরচতুরা গাছবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। ঘটনার পরেই চরচতুরা গ্রামের চোলাই মদ বিক্রিতা নাজমুল গা ঢাকা দিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ জোনের (এসি) মো: ফারুক আহমেদ জানান, তিনি বিষয়টি সবে মাত্র জেনেছেন। ঘটনাট্ িতদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, মাদক সেবী বা ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

মেয়রের সামনে কাউন্সিলরকে জুতাপেটা করলেন চামেলী!

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার : ফখরুল

২৪ উপজেলায় ইভিএমে ভোট হবে মঙ্গলবার

এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই: ইসরায়েলি কর্মকর্তা

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০