শ্বাসকষ্ট কেন হয়?
শ্বাসকষ্টের সমস্যায় অনেকেই ভোগেন। এ সমস্যা বিভিন্ন কারণে হয়। প্রশ্ন : শ্বাসকষ্ট হয় কেন?
উত্তর : শ্বাসকষ্টের অনেক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিউলাইটিস। এ ছাড়া নিউমোনিয়া, হার্টের কিছু সমস্যা, এর কারণেও শ্বাসকষ্ট হতে পারে।
প্রশ্ন : শ্বাসকষ্ট হলে ক্ষতি কী?
উত্তর : আমি যদি অ্যাজমার কথা বলি, অ্যাজমায় শ্বাসনালির প্রদাহ হয়। প্রদাহ হয়ে শ্বাসনালিটা সরু হয়ে যায়। এতে বাতাস প্রবেশ করতে এবং বের হতে বাধা পায়। সিওপিডি একই রকম। যদি নিউমোনিয়া হয়, এতে যেখানে গ্যাস পরিবহন হয়, সেখানে বাধাপ্রাপ্ত হয়। ফুসফুসে পানি চলে এলে শ্বাসকষ্ট হতে পারে। এ ছাড়া যদি অক্সিজেন কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তাহলেও শ্বাসকষ্ট হতে পারে। মানসিক চাপ থেকে অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে।