অশোকা ফেলো চেইঞ্জমেকারজী মো. মাতিন আহমেদ “গ্লোবাল ইয়ুথ এ্যাম্বাসেডর অব চেইঞ্জ” মনোনীত
অশোকা ফেলো চেইঞ্জমেকারজী মো. মাতিন আহমেদ আগামী ২ বছরের জন্য “গ্লোবাল ইয়ুথ এ্যাম্বাসেডর অব চেইঞ্জ” মনোনীত হয়েছেন। সার্ভ দ্য সোসাইটি টু ইনট্রুডিউস টুমরো এট ইডুকেশন ডেভোলাপমেন্ট অরগানাইজেশন (SSit@EDO) এর সিইও হিসেবে তিনি বিশ্বের ৭৯টি দেশের মধ্যে শিক্ষা বিষয়ক সামাজিক উদ্যোক্তা হিসেবে অশোকা ইনোভেটরস্ ফর দ্য পাবলিকের শিক্ষা ও যুব উন্নয়ন গবেষণায় দীর্ঘ প্রায় ২ যুগ ধরে ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করে যাচ্ছেন। তিনি নর্থ সাউথ স্কুল অব প্রাইমারী গ্র্যাজুয়েশন, লাইফমেকার ইসলামিক কিড্স ইউনিভারসিটি, গ্লোবাল সিটিজেনস্ স্কুল, ইউরোপীয়া কলেজ অব বাংলাদেশ (প্রস্তাবিত) -এর প্রতিষ্ঠাতা।
২০০১ থেকে ২০১৭ জুন পর্যন্ত চলমান ১২ হাজার ৯ শত ইংলিশ স্পীকার তৈরীর উদ্যোক্তা এবং বাংলাদেশে শিশুদের প্রাইমারী গ্র্যাজুয়েশন কোর্সের প্রবক্তাসহ তিনি জাতিসংঘ সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষা ও যুব উন্নয়ন সংস্থার সাথে সম্পৃক্ত হয়ে দেশ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ওনার এই বিরল সাফল্যে সার্ভ দ্য সোসাইটি টু ইনট্রুডিউস টুমরো এট ইডুকেশন ডেভোলাপমেন্ট অরগানাইজেশন (SSit@EDO) এর সকল শিক্ষা প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রেসবিজ্ঞপ্তি