বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে ব্যাগের যত ফ্যাশন

news-image

অনলাইন ডেস্ক : ঈদে ব্যাগের ফ্যাশন, ফ্যাশনের একটা বড় অংশ জুড়ে থাকে। আর এই ফ্যাশন বড়, ছোট সবার জন্যই। ঈদে যেমন জামা লাগে, জুতা লাগে, ম্যাচিং গয়না লাগে; তেমনি তার সাথে মানিয়ে একটা ব্যাগও লাগে। আর কেমন হতে পারে আপনার সেই ব্যাগটি!

ঈদে আপনার পোশাকের ধরনের ওপর নির্ভর করবে, কেমন ব্যাগ ব্যবহার করবেন আপনি। যেমন শাড়ির সাথে এক রকম, সালোয়ার কামিজের সাথে এক রকম, আবার যদি স্কার্ট পড়েন তার সাথে হবে আরেক রকম। এখন সাধারণত তরুণীরা পড়ছে ডাবল লেয়ার এবং ট্রিপল লেয়ারের কামিজ। আর তার সাথে চিকন ফিতার ঝুলানো ব্যাগ ব্যবহার করতে পারেন। অথবা বটুয়াও নিতে পারেন।

বটুয়া টাইপের ব্যাগ

ঈদে শাড়ি পড়লে তার সাথে মিলিয়ে ব্যাগ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি পার্টস, কাঁধে ঝুলানো ব্যাগ অথবা শক্ত হাতলওয়ালা ব্যাগও ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার ম্যাচিং, কমফোর্ট সবকিছুর সাথে মিলিয়ে যেটা আপনার ভালো লাগে। তবে খেয়াল রাখবেন সেটা যেন আপনার রুচিবোধ এবং ব্যক্তিত্বের সাথে মানানসই হয়।

ঈদে চলতি ফ্যাশনের পার্টি ব্যাগ

ঈদে তরুণীরা যদি স্কার্ট টাইপের পোশাক পড়েন, তবে তার সাথে বটুয়া নিলে ভালো লাগবে। কিংবা চিকন ফিতার ব্যাগও কাঁধে ঝুলিয়ে নিতে পারেন। রাতের প্রোগ্রামে সাধারণত জমকালো টাইপের ব্যাগ বেশি ভালো লাগে। তাই পোশাকের সাথে মিলিয়ে, নানা ধরণের পার্টি ব্যাগ ব্যবহার করতে পারেন। আজকাল আরেকটি ফ্যাশন খুব চলছে, তা হলো জুতার সাথে মিলিয়ে ব্যাগ সিলেক্ট করা। অনেক ফ্যাশন হাউজেই আপনি এটা পাবেন।

জুতার সাথে ম্যাচিং ব্যাগ

দেশের নামী সব শপিং মলেই আপনি ব্যাগের ব্যাপক কালেকশন দেখতে পাবেন। যেমন বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ইষ্টার্ন মল্লিকা, রাপা প্লাজা, অরচার্ড পয়েন্ট ইত্যাদি। তবে মার্কেট ঘুরে দেখা যায়, ইষ্টার্ন প্লাজায় ব্যাগের কালেকশন তুলনামূলক বেশি। বাটা, আড়ংসহ দেশের অনেক নামকরা ফ্যাশন হাউজগুলো আজকাল ড্রেস, জুতার সাথে ম্যাচিং ব্যাগও রাখছে। তবে শুধু কালেকশন দেখলেই চলবেনা, দামটাও বিবেচনা করে দেখতে হবে। আপনার সাধ্যের মধ্যে ব্যাগ আপনি নিউমার্কেটে নিচের তোলায় ব্যাগের কালেকশন দেখলেও পেতে পারেন। এছাড়া যাদের সামর্থ্যে আরও একটু কম তারা রাস্তায় দুপাশে বিক্রি হওয়া ব্যাগের কালেকশনও দেখতে পারেন। তবে সেক্ষেত্রে মানের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে।

ঈদে ব্যাগের ফ্যাশন সতর্কতা

শুধু মাত্র একটা দোকান ঘুরে ব্যাগ কিনবেন না। এতে ঠকবার সম্ভাবনা থাকে।
যদি লেদারের ব্যাগ হয়, তবে সেটা আসল লেদার কিনা তা যাচাই করে নিন।
ব্যাগের চেইন ঠিকঠাক মতো কাজ করে কিনা দেখে নিন।
এছাড়া ব্যাগের ফিতা, হাতল ভালো করে চেক করে নিন।
ব্যাগে চেম্বার কয়টি, তা ভালো করে দেখে নিন। আপনার পছন্দ মতো চেম্বার আছে কিনা, দেখুন।
রাস্তার দুপাশে বিক্রি হওয়া ব্যাগের মানের ব্যাপারে সতর্ক হোন অনেকবেশি, কারণ এগুলো যথেষ্ট সস্তা।
ব্যাগের চামড়া একটু ঘষে দেখে নিন, সেটা উঠে আসে কিনা।
স্মার্ট ফোন রাখার চেম্বার আছে কিনা দেখে নিন।
সর্বোপরি দাম, মান, স্থায়িত্বের ব্যাপারে সতর্ক থাকুন এবং ঈদ শপিংকে আনন্দময় করে তুলুন।

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫