বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জীবিত নবজাতককে মৃত্যুসনদ দিল হাসপাতাল!

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে চিকিৎসকরা এক নবজাতকের মৃত্যুসনদ (ডেথ সার্টিফিকেট) দিয়ে লাশ প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে শিশুটির মাকে দিয়েছেন।কিন্তু নবজাতকের মা সন্তানের মুখ দেখতে চাইলেন। প্যাকেট খুলে দেখেন তার সন্তান বেঁচে আছে। ওই নবজাতকের মায়ের নাম ডা. রিদওয়ানা কাউসার তুষার। তিনিও পেশায় একজন চিকিৎসক।

cscr1475584757

সোমবার গভীর রাতে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত অভিজাত হাসপাতাল সিএসসিআর-এ এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে চাইল্ড কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এদিকে জীবিত শিশুকে ডেথ সার্টিফিকেট দিয়ে প্লাস্টিকের প্যাকেট বন্দি করে মায়ের কাছে ফেরত দেওয়ার ঘটনায় চট্টগ্রামে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

ডা. রিদুয়ানা অভিযোগ করেন, ‘সিএসসিআর হাসপাতালে আমার নবজাতক জন্ম নেওয়ার ২ ঘণ্টা পর শিশুটিকে মৃত বলে তারা ডেথ সার্টিফিকেট দেন। একইসঙ্গে একটি স্কচটেপে মোড়ানো প্যাকেটে শিশুটিকে আমার কাছে এনে দেন। প্রথমে আমি প্যাকেটটি খুলে দেখতে চাইলে হাসপাতালের লোকজন আমাকে বাধা দেন। পরে আমি অনেকটা জোর করে প্যাকেট খুলে আমার বাচ্চাকে জীবিত দেখতে পাই।’

তিনি আরো জানান, সিএসসিআর-এর পাশের চাইল্ড কেয়ার হাসপাতালে তার সন্তানকে ওয়ার্মারে রাখা হয়।

চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালের মেডিক্যাল অফিসার তানভির জাফর জীবিত শিশুকে মৃত বলে ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা অস্বীকার করেন। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ডেথ সার্টিফিকেট প্রতিবেদকের হাতে আছে জানালে তিনি সংযোগ কেটে দেন। এর পর তাকে আর মোবাইল ফোনে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার