পড়শি এবার রেডিও জকি
বিনোদন প্রতিবেদক : সংগীতশিল্পী পড়শি গান গাওয়ার পাশাপাশি একটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। এবার পড়শি রেডিও জকি হতে যাচ্ছেন। জাগো এফএম রেডিও চ্যানেলে ৫ জুন থেকে একটি বিশেষ অনুষ্ঠান করবেন পড়শি। অনুষ্ঠানের নাম ‘পড়শি নাইটস : অন্য রকম ফিলিংস’। প্রতি সপ্তাহের রোববার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে। আরজে হওয়া ছাড়াও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলাপ করেছেন পড়শি।
প্রশ্ন : হঠাৎ আরজে হওয়ার ইচ্ছা হলো কেন?
উত্তর : আমি তো সারাক্ষণ কথা বলি। কথা বলতে আমার ভালোই লাগে। কিন্তু কখনো আরজে হব, এটা ভাবিনি। একবার জাগো এফএমে অতিথি হয়ে গিয়েছিলাম আমি। তখনই ওরা আমার রেডিওতে কণ্ঠ শুনে অনুষ্ঠান করার প্রস্তাব দিয়েছিলেন। তখন আমি রাজি হইনি। এর পর ভাবলাম, রেডিওতে সরাসরি শ্রোতাদের সঙ্গে কথা বললে মন্দ হয় না। এই তো আমার আরজে হওয়ার গল্প।
প্রশ্ন : রেডিওর বিভিন্ন অনুষ্ঠান কি আপনার শোনা হয়?
উত্তর : হ্যাঁ, বাসার বাইরে বের হলেই আমি রেডিও শুনি। বেশি রেডিও শুনি যখন আমি রাস্তায় জ্যামে বসে থাকি। রেডিওতে গান শুনতেই আমার ভালো লাগে। এখন আমি রেডিওতে অনুষ্ঠান করব। এ ছাড়া শ্রোতাদের পছন্দের গান বাজানোর চেষ্টা করব। আশা করছি, রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে।
প্রশ্ন : রেডিওর কোনো আরজে কি আপনাকে উৎসাহিত করেছে?
উত্তর : নির্দিষ্ট করে কারো নাম বলব না। যাঁরা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, তাঁদের সবাইকে আমার পছন্দ।
প্রশ্ন : রেডিওতে শো শুরু করার আগে কোনো প্রস্তুতি নিয়েছেন?
উত্তর : রেডিও শোর জন্য আজ একটি বিশেষ ফটোশুটে অংশগ্রহণ করব। এ ছাড়া তেমন প্রস্তুতি নেই। আর মাইক্রোফোনের সঙ্গে আমার বন্ধুত্বটা কিন্তু ভালোই আছে!