জিয়ার মৃত্যুবার্ষিকীতে খালেদা জিয়ার শ্রদ্ধা
নিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খালেদা জিয়া।
সোমবার সকাল সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা জানান। পরে তিনি কিছুক্ষণ নিরবতা পালন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আসম হান্নান শাহ, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, রায়, নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শামুসজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবদুস সালাম ও নাজিম উদ্দিন আলমসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা ছিলেন।
কবর প্রাঙ্গণে জাতীয়তাবাদী উলামা দলের আয়োজনে মিলাদ মাহফিলে অংশ নেন খালেদা জিয়া।