মঙ্গলবার আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শুনানি
নিউজ ডেস্ক : রাষ্ট্রদ্রোহ ও নাশকতার তিন মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমান্ড আবেদনের শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হয়নি। রাষ্ট্রদ্রোহ মামলায় মঙ্গলবার রিমান্ড শুনানি হবে। নাশকতার দুই মামলায় রিমান্ড শুনানি হবে ৬ জুন।
তিন মামলায় রিমান্ড শুনানির জন্য আজ আসলামকে ঢাকার পৃথক তিন মহানগর হাকিমের আদালতে নেয়া হয়েছিল। পরে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন আদালত।
রাষ্ট্রদ্রোহের মামলায় আসলামের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নাশকতার দুই মামলায় ডিবি আসলামের ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডের আবেদন করে।
গত বৃহস্পতিবার গুলশান থানায় আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।