বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

B Baria Map Mainমহিছুজ্জামান কাজল : ব্রাহ্মণবাড়িয়ায় বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক সহায়তা হিসেবে নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোঃ নূরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শরীফ উদ্দিন। বক্তব্য রাখেন নিবন্ধিত জেলে নির্মল চন্দ্র দাস। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে সদর উপজেলার সুহিলপুর ও মাছিহাতা ইউনিয়নের ৪০জন জেলেকে সেলাই মেশিন প্রদান করা হয়।