পানি শেষ তো বোতলও শেষ!
আমরা পানি খেয়ে সাধারণত বোতল যেখানে সেখানে ফেলে দিই। কিন্তু মাত্রই পানি খেয়ে বোতলটা রাখলেন। আর সঙ্গে সঙ্গে বোতলটি উধাও হয়ে গেল! এমনই এক বোতল আবিষ্কার করেছেন অ্যারি জনসন নামের একজন শিক্ষার্থী।আয়ারল্যান্ড একাডেমি অব আর্টসের ছাত্র জনসন স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হয়ে যাওয়া এই বোতলটি তৈরি করেছেন শৈবালজাতীয় পদার্থ থেকে। পানিভর্তি অবস্থায় নিজ আকৃতিতেই থাকবে বোতলটি। তবে যতই পানির পরিমাণ কমবে, ছোট হতে থাকবে এটি। আর সবশেষে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।
নিজের আবিষ্কার সম্পর্কে জনসন বলেন, ‘লাল শৈবাল পাউডার ও পানি মিশিয়েই তৈরি করা হয়েছে এটি।’ বোতলটি খেতেও পারবেন আপনি! ‘প্রয়োজনে একটা কামড় দিয়েই দেখুন না’- মজা করে বলেন জনসন।
তাছাড়া, একটি সাধারণ প্লাস্টিকের বোতল সম্পূর্ণ ধ্বংস হতে সময় লাগে পাক্কা সাড়ে চারশো বছর! কিন্তু এর ব্যবহার তা রোধ করবে।