কলকাতা ফ্লাইওভার ধ্বস,মোদিও বললেন ‘ভগবানের কাজ’
আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার ফ্লাইওভার ধ্বসকে ভগবানের কাজ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকার একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসরক বিপদ হিসেবে আখ্যায়িত করে নরেন্দ্র মোদি বলেন, ‘এটা ভগবানের পক্ষ থেকে একটা বার্তা। জনগণকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের হাত থেকে রক্ষা করতে হবে। এই বিয়োগাত্মক ঘটনাটা ভগবানের কাজ।’মোদি আরো বলেন, ‘নির্বাচনের সময় এ ঘটনা থেকে বোঝা যায়, জনগণ জানে তিনি (মমতা) কোন ধরনের সরকার পরিচালনা করছেন। ভগবান জনগণের কাছে বার্তা দিয়েছেন- আজ ফ্লাইওভার ভেঙে পড়েছে, কাল তিনি (মমতা) পুরো বাংলাকেই শেষ করে দেবেন। বাংলাকে রক্ষার জন্যই ভগবান এ বার্তা দিয়েছেন।’
এর আগে দুর্ঘটনার বিষয়ে ফ্লাইওভার নির্মাতা প্রতিষ্ঠান আইভিআরসিএল’র কর্মকর্তা কে পান্ডুরাঙ্গা রাও একে ভগবানের কাজ বলেছিলেন। উল্লেখ্য, গত ৩১ মার্চ ভারতীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বড়বাজার সংলগ্ন গণেশ টকিজ এলাকায় সেখানকার একটি ফ্লাইওভার ভেঙে পড়ে। এতে মোট ২২ জন নিহত ও দেড়শরও বেশি আহত হয়।