রিজার্ভ চুরির আগে তথ্য পাঠানো হয়েছিল মিশরে
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনা তদন্তে ব্যাংকটির কম্পিউটার সিস্টেমে সন্দেহজনক যে ম্যালওয়্যার পাওয়া গেছে, তার মাধ্যমে মিশরে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, এই ঘটনা তদন্তকারী দলের প্রতিনিধি সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শাহ আলম।
বৃহস্পতিবার ফ্রান্সের সংবাদ সংস্থা- এএফপি’র বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ফিলিপাইনের সংবাদ মাধ্যম এবিএস-সিবিএন। এতে শাহ আলম জানান, বাংলাদেশ ব্যাংকের মেইন সার্ভারে সদ্য আবিষ্কৃত ওই ম্যালওয়ার, অর্থ চুরির ঘটনার আগে সাত ঘণ্টারও বেশি সময় ধরে মেইলের মাধ্যমে মিশরে তথ্য পাঠিয়েছে।
ঘটনার সময় কে ওই মেইল ব্যবহার করেছেন, তাকে শনাক্ত করতে মিশরের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।