সুন্দরীর সঙ্গে সময় কাটালেই পাওয়া যাবে আইফোন!
নিউজ ডেস্ক : অ্যাপলের আইফোন পেতে দেশে দেশে কতই না কান্ড হলো। চীনে একজন তো নিজের কিডনি বিক্রি করে দিলেন। আইফোন কেনার জন্য নিজের সদ্যজাত কন্যাকে বিক্রি করেছেন এই চীনেরই এক দম্পতি। সেই আইফোন এবার ফ্রিতে মিলবে। বিনিময়ে একজন সুন্দরীর সঙ্গে পাঁচমিনিট সময় কাটাতে হবে।
এই অভিনব অফারটি চলছে দুবাইয়ে। সেখানকার একটি শপিং মলে একজন সুন্দরীর ললনার সঙ্গে খানিকক্ষণ গল্পগুজব করলেই দেয়া হবে আইফোন সিক্স। সঙ্গে ১২০০ মিনিট টক টাইম ও ১৪ জিবি ডেটা একেবারে বিনামূল্যে। কিন্তু ওই যে বলে না শর্তাবলী প্রযোজ্য, জিনিসটা বড় ঝামেলার।
এখানেও তাই, কথা বললেই আই ফোন ফ্রি ব্যাপারটা অত সহজে মিলবে না। একটা বিশেষ কোম্পানির মোবাইল কেনার পরই কিছু শর্ত পূরণের পর মিলবে এই সুযোগ। তবে ভিড় বেশ হচ্ছে। কথা বলে আই ফোন জেতার সুযোগ কেই বা হাতছাড়া করতে চায়।