হিলারি এক রাজ্যে, ট্রাম্প জয় পেয়েছেন দু’টিতে
আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের লড়াইয়ে ডেমোক্র্যাটদের প্রার্থী মনোনয়ন লড়াইয়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন মিসিসিপিতে জয় পেয়েছেন।
অন্যদিকে, মিশিগান ও মিসিসিপি দুটো অঙ্গরাজ্যে জয় নিশ্চিত করেছেন ডেনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।
তবে মিশিগানে হিলারি ক্লিনটনকে হটিয়ে অবিশ্বাস্য রকমের জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স।
তারপরও দলীয় মনোনয়নের দৌড়ে এখনও অনেকখানি এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন।
মঙ্গলবার মিশিগান ও মিসিসিপি ছাড়াও আরও দুটি অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠিত হয়।
এর মধ্যে আইডাহোতে কেবল রিপাবলিকানদের ভোট অনুষ্ঠিত হয়েছে আর সেখানে জয় পেয়েছেন টেড ক্রুজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাওয়াইতে ভোট চলছে।
এদিকে মিশিগান ও মিসিসিপি দুটো অঙ্গরাজ্যেই চতুর্থ অবস্থানে রয়েছেন রিপাবলিকান নেতা মার্কো রুবিও। মনোনয়ন লড়াইয়ে ক্রমাগত পিছিয়ে পড়ছেন তিনি।