বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মশালার আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস

 
স্পোর্টস ডেস্ক : আজ বিকেল সাড়ে তিনটায় বিশ্বকাপ বাছাইপর্বের নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু সেখানে প্রতিপক্ষ নেদারল্যান্ডস কিংবা বাংলাদেশের রণসজ্জা নিয়ে আলোচনা হচ্ছে কমই। সবকিছু ছাপিয়ে আলোচনায় ধর্মশালার ‘আনপ্রেডিক্টেবল’আবহাওয়া। দিনের বেলায় তীব্র গরম তো সন্ধ্যা নামতেই তীব্র শীত!আবার কখনও নামছে ঝুম বৃষ্টি!উচ্চতার কারণে শ্বাস নেওয়ার সমস্যা তো রয়েছেই।

7c7216de09c5f0a71674cc06cee22554-56df7f8d3cb6d
খেলাটা যেহেতু ভারতীয় উপমহাদেশে, সঙ্গত কারণেই কিছুটা হলেও হোম কন্ডিশনের সুবিধা পাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু তা আর হচ্ছে কই!উল্টো চারদিকে পাহাড়বেষ্টিত শহর ধর্মশালার কন্ডিশন অনেকটা নেদারল্যান্ডসের মতোই বলা চলে!শীতের সময় ধর্মশালার তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের অনেক নিচে। এখনও সন্ধ্যা নামলে সেখানে প্রচণ্ড শীত। তারওপর আবহাওয়া রিপোর্ট বলছে, বুধবার সেখানে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে!

 
নেদারল্যান্ডসসহ বাছাই পর্বের অন্য দলগুলো আগে ভাগেই ভারত চলে এসেছে। কিন্তু এশিয়া কাপের ফাইনালে ওঠায় ম্যাচের দেড় দিন আগে যেতে হয়েছে টাইগারদের। বাতিল করতে হয়েছে দুটো প্রস্তুতি ম্যাচ। ফলে কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার সময়ই পাননি মাশরাফিরা। এমন পরিস্থিতিতে এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শুধু নেদারল্যান্ডস নয়,সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উঁচু ধর্মশালার পরিবেশের সঙ্গেও যুদ্ধ করতে হবে টাইগারদের।
বুধবার সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টাইগার অধিনায়ক মাশরাফি। তিনি বলেন,’ভারতের বেশির ভাগ জায়গা আমাদের মতোই। কিন্তু এই জায়গাটা তেমন নয়। এখানে কিছু পার্থক্য অনুভব করেছি। যেমন শ্বাস নিতে একটু সমস্যা হয়। আশা করি,আমরা এই সব ব্যাপার মানিয়ে নিতে পারব। কালকের ম্যাচে আমাদের সেরাটা দিতে পারব।’
ধর্মাশালার আবহাওয়া নিয়ে বেশ সমস্যাতেই পড়েছে বাংলাদেশ। তাই সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আসলো সে কথাই। মাশরাফি বলেন,হিমাচল প্রদেশে দিনে গরম লাগছে, আবার সন্ধ্যার একটু আগে আগে প্রচণ্ড ঠাণ্ডা। আমাদের দুটি ম্যাচ আছে রাতে। আমরা এখনই সেটা নিয়ে ভাবছি না। আমাদের কালকের ম্যাচ হবে দিনে। আমরা মাঠে একটু দৌড়েছি,শ্বাস নিতে একটু সমস্যাও হয়। এক-দুই দিন আগে এলে আমাদের জন্য ভালো হত।’

 
তবে এটা নিয়ে খুব বেশি আফসোসও নেই মাশরাফির। তার মতে,’এটা ঠিক আমরা ভারতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। কিন্তু এটা কোনো অজুহাত হতে পারে না। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এশিয়া কাপের ফাইনালে খেলে গতকাল সকালে বিমানে উঠেছি। সন্ধ্যা ৬টায় এখানে পৌঁছেছি। অনুশীলনের খুব একটা সুযোগ ছিল না। এটা খুব রাশ হয়ে গেছে। তবে কিছু করারও ছিল না। এশিয়া কাপের ফাইনালে খেলায় যে আত্মবিশ্বাস পেয়েছি সেটা এখানে কাজে লাগানোর চেষ্টা করব। এখানে সেরা ক্রিকেট খেলতেই এসেছি আমরা।’

 
সদ্য সমাপ্ত এশিয়া কাপে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজুর রহমান। সে কারণে প্রথম তিন ম্যাচের পর আর খেলা হয়নি তার। বুধবার মুস্তাফিজ খেলছেন কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ চোটে আছে, এটা তো পরিষ্কারই। সে শেষ দুটি ম্যাচ খেলেনি। ছোটখাটো সমস্যা থাকবেই। যেমন শেষ ম্যাচে সাকিবের ছিল। বল করতে সমস্যা হচ্ছিল। এগুলো থাকবেই,এগুলো নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।’

 

মঙ্গলবার নেটে যখন বাকি বোলাররা বোলিং করছেন,তখন সেখানে বল নিয়ে দাঁড়িয়েই থাকলেন মুস্তাফিজ। সময় কাটালেন ফিজিও আর ট্রেনারের সঙ্গে। যা থেকে মোটামুটি নিশ্চিত বুধবারের ম্যাচে মাঠে দেখা যাচ্ছে না জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো বিদেশ সফর করা মুস্তাফিজকে।

 

ফর্মে নেই দলের দুই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে তা নিয়ে চিন্তিত নন মাশরাফি। তিনি বলেন,’তাদের নিয়ে আমি মোটেও চিন্তিত না। ওরা (সাকিব, মুশফিক) জানে ওদের ভূমিকা কী। আমি জানি ওরা সঠিক সময়ে জ্বলে উঠবে।’

বাছাইপর্বে আইসিসির তিন সহযোগী সদস্য নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমানের সঙ্গে খেলবে টাইগাররা। তবে তাদের খাটো করে দেখছেন না ম্যাশ। তিনি বলেন,’গত দুই সপ্তাহে আমরা খুব ভালো করেছি। আশা করি পরের সপ্তাহগুলোতেও এটা ধরে রাখতে পারব। তিনটি দলই আমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। পরের রাউন্ডে যেতে পারলে সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসবে। তবে আমরা এখানে নিজেদের সেরা ক্রিকেট খেলতে এসেছি।’

 

 

হাথুরুসিংহের প্রশংসাও ঝরলো মাশরাফির কণ্ঠে। তিনি বলেন,’গত দেড় বছর ধরে তিনি দারুণ কাজ করছেন। পিতার মতো পুরো দলকে সামলে রেখেছেন। আমাদের খেলার জন্য অনেক স্বাধীনতা দিয়েছেন। ছেলেরাও ভালো করছে। এটা খুব ভালো একটা সমন্বয়।’

এ জাতীয় আরও খবর

নতুন ট্রেন্ড ‘মাউথ টেপিং’ কি জেনে-বুঝে করছেন?

৬০০ বছর আগের বিলুপ্ত মোয়া পাখির পুনরুত্থান সম্ভব?

ভুটানকে হারালো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া

শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি

মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি : এনসিপি

বদলির আদেশ ছিঁড়ে ফেলায় এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত

সংবিধানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ

সৌদি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে: হাসনাত

‘বিচ্ছেদ’র কথায় মেহজাবীন বললেন অপেক্ষায় থাকতে

পাকিস্তানে ভারী বৃষ্টিতে ১১১ জনের মৃত্যু