মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাট দলে ফিরুক চান না আফ্রিদি

shahid_afridiস্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিংয়ের কারণে ৫ বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন।

ভালো ফর্মেও আছেন তিনি। বাঁহাতি ফাস্ট বোলার আমিরের মতো তিনিও জাতীয় দলে ফেরার আশা করছেন।

তবে তাকে জাতীয় দলে ফেরাতে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি।

২০১০ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত একটি টেস্ট ম্যাচে স্পট ফিক্সিংয়ের কারণে ৫ বছর নিষিদ্ধ হন সালমান বাট। গত বছরের সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় পাকিস্তানের একসময়কার এ ওপেনারের। নিষেধাজ্ঞা থেকে ফিরেই নিজেকে প্রমাণ করতে ব্যাট হাতে নেমে পড়েছেন ঘরোয়া লিগে।

পাকিস্তানের পত্রিকা ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্র জানিয়েছে-সালমান বাট দলের প্রধান নির্বাচক হারুন রশিদের সঙ্গে দেখা করেছেন। জাতীয় দলে ফেরার বিষয়ে কথা বলেছেন বাট।

বাটের বিষয়ে বোর্ডের কোনো আপত্তি নেই বলেও জানা গেছে। তবে বাধ সাধছেন আফ্রিদি। বাট দলে খেলুক চান না তিনি।

জানা গেছে, পাকিস্তান দলের একের পর এক পরাজয়ের পেছনে ওপেনিং জুটিকে দোষারোপ করা হচ্ছে। ভালো ওপেনারের অভাবে ভুগছে পাকিস্তান। তাই এই অভাব দূর করতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরানো হয়েছে আহমেদ শেহজাদকে। সালমান বাটও তাদের বিবেচনায় আছেন বলে খবরে বলা হয়েছে।

এদিকে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এবং নিজাম শেট্টি সালমান বাটকে দলে ফেরানোর বিষয়ে আফ্রিদির সঙ্গে লাহোরে দেখা করবেন বলে জানা গেছে।

খবরে বলা হয়েছে, শহীদ আফ্রিদি পেসার আমিরকে দলে ফেরানোর বিষয়ে একমত হলেও বাটকে দলে ফেরাতে ইচ্ছুক নন। কেননা স্পট ফিক্সিংয়ের জন্য বাটকেই দোষ দিচ্ছেন তিনি। আফ্রিদির মতে, বাটই আমিরকে স্পট ফিক্সিংয়ে জড়িয়েছে। তাই খুব দ্রুত বাটকে দ্বিতীয়বার সুযোগ দেয়া ঠিক হবে না।

এবিষয়ে সালমান বাট বলেন, আফ্রিদি দলের সিনিয়র খেলোয়াড়। আমি আমার কাজের জন্য দেশবাসী, পিসিবি এবং তার কাছে ক্ষমাও চেয়েছি। আমি স্বীকার করছি এটা আমার ভুল ছিল। তবে দলে ফেরার ব্যাপারে আমি আশাবাদী।

উল্লেখ্য, ২০১০ সালে আফ্রিদির পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পান সালমান বাট। ওই বছরেই ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে স্পট ফিক্সিংয়ে নাম লেখান তিনি। সঙ্গে ছিলেন দুই পেসার আসিফ এবং আমির।

এ জাতীয় আরও খবর

মেয়ে দেখে হাসলেই একটা প্রাণ চলে যাবে: ওমর সানী

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা আমিশা!

গাজায় ইসরায়েলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত, লেবাননে ২

সকালে খালি পেটে বেলের শরবত খেলে শরীরে কী হয়?

রাষ্ট্রের সাংবিধানিক নাম বদলে বিএনপির দ্বিমত

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

ভারতীয় ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে জায়গা পেলেন

গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে ও তার দুই সহকারী

সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা