বাগদাদে আইএসের বোমা হামলায় নিহত ৬০
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে আইএসের গাড়িবোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। বাগদাদ শহরের দক্ষিণের একটি চেক পয়েন্টে রোববার ওই হামলা চালানো হয়েছিল। ওই হামলায় আহত হয়েছে আরো ৭০ জন।
আইএস সমর্থিত ওয়েবসাইট আমাক নিউজ এজেন্সি ওই হামলার দায় স্বীকার করেছে। সেখানে বলা হয়েছে, বাগদাদ শহর থেকে ১শ ১৭ কিলোমিটার দক্ষিণের হিলা শহরে আত্মঘাতী হামলা চালিয়েছে আইএস। এতে বহু হতাহত হয়েছে।
ওই হামলায় পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর ২৩ সদস্য প্রাণ হারিয়েছে।
এর মাত্র কয়েকদিন আগে ফেব্রুয়ারির ২৮ তারিখে বাগদাদের একটি শিয়া এলাকায় আত্মঘাতী হামলায় ৭৮ জন নিহত হয়। একটি সুন্নী গোষ্ঠী ওই হামলা চালিয়েছিল।