মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘ঐতিহাসিক ৭ মার্চ (ভিডিও)

url8 আজ ৭ মার্চ। দিনটি শুধু বাঙালিদের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, পৃথিবীর যেকোনো প্রান্তের মুক্তিকামী মানুষের জন্য এ দিনটি বহুল তাৎপর্য বহন করে। ১৯৭১ সালে এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে তার শ্রেষ্ঠতম ভাষণটি প্রদান করেছিলেন।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা অন্তর্নিহিত ছিল এ ভাষণে। বঙ্গবন্ধু তার ৭ কোটি মুক্তিকামী বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন এ ভাষণের মধ্য দিয়ে। মানুষের মাঝে মুক্তির আকাঙ্খা জাগিয়ে তুলেছিলেন। সেই সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের টনকও নড়িয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধুর কণ্ঠে মুক্তির বাণী শোনার জন্য সেদিন সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ দলে দলে রেসকোর্স ময়দানে সমবেত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষের রেসকোর্স ময়দান, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, রমনা পার্কসহ আশপাশের এলাকা ছিল পূর্ণ। মঞ্চের সামনে নারীদের বসার জন্য ছিল বিশেষ ব্যবস্থা। কারও হাতে লাঠি, কারও হাতে বাঁশ। পোস্টার, ফেস্টুন, ফানুস সঙ্গে ‘জাগো জাগো-বাঙালি জাগো’, ‘তোমার আমার ঠিকানা-পদ্মা মেঘনা যমুনা’, ‘তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব’, ‘বীর বাঙালি অস্ত্র ধর-বাংলাদেশ স্বাধীন কর’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে স্লোগানে মুখরিত ছিল সেদিনকার রেসকোর্স।
বঙ্গবন্ধু বিকাল আনুমানিক ৩টা ২০ মিনিটে মঞ্চে উঠেছিলেন। তারপর রচিত হলো ইতিহাস। মাত্র ১৮ মিনিটের একটি ভাষণ পাল্টে দিল পৃথিবীর মানচিত্র। বঙ্গবন্ধু পাকিস্তানের চোখ রাঙানি উপেক্ষা করে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, বাঙালির আবেগ, স্বপ্ন ও আকাক্সক্ষাকে একসূত্রে গেঁথে বজ্রকণ্ঠে ঘোষণা করেন বাঙালির মুক্তির সনদ, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, যা মূলত ছিল স্বাধীনতার ডাক।
বঙ্গবন্ধু কেবল স্বাধীনতার চূড়ান্ত আহ্বান দিয়েই ক্ষান্ত হননি, স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের রূপরেখাও দিয়েছিলেন। পাক হানাদার বাহিনীর আসন্ন হামলা প্রতিরোধের প্রস্তুতি গ্রহণের জন্য দেশবাসীর উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। পাকিস্তানি শাষকগোষ্ঠীর উদ্দেশে বঙ্গবন্ধুর ঘোষণা, সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। বাংলার মানুষ মুক্তি চায়। বাংলার মানুষ বাঁচতে চায়। বাংলার মানুষ তার অধিকার চায়।
এ প্রসঙ্গে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন। কারণ ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বক্তৃতার মধ্য দিয়ে নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তর করেছিলেন। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু প্রকৃতপক্ষে ঐ দিনই আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম তার স্মৃতিচারণায় বলেন, আমার চোখে আজও ভাসছে সেদিনটা। আমি রোকেয়া হল থেকে বেড়িয়ে রেসকোর্স যাই। সেদিন ছিল প্রচণ্ড গরম। কিন্তু আমরা তা উপেক্ষা করে বঙ্গবন্ধুর জন্য আকুলভাবে অপেক্ষা করছিলাম। এমন কোনো পেশার মানুষ নেই যারা সেখানে উপস্থিত হননি। শিল্পী-সাহিত্যিক থেকে শ্রমজীবী মানুষ সবাই সেখানে উপস্থিত ছিলেন।
লন্ডন থেকে প্রকাশিত ইংরেজিতে অনূদিত ভাষণের বই ‘উই শ্যাল ফাইট অন দ্য বিচেস’- দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টরি-এ।
প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে বিশ্বসেরা ভাষণগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। জ্যাকব এফ ফিল্ড সম্পাদিত এ বইয়ে খ্রিস্টপূর্ব ৪৩১ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত সেরা ভাষণগুলো রয়েছে। ‘দ্য স্ট্রাগল দিস টাইম ইজ ট্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স’ শিরোনামে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর এই ভাষণ।
বইটি প্রসঙ্গ মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক জানান, ৭ মার্চের ভাষণের তাৎপর্য ক্রমে ক্রমে যারা ইতিহাস অধ্যয়ন করছেন, রাষ্ট্রনৈতিক ইতিহাস পর্যালোচনা করছেন তারাও এটিকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে আসছেন। এরকম স্বীকৃতির প্রকাশ আরও কয়েকটি গ্রন্থ প্রকাশ হয়েছে বলে আমরা শুনেছি। এই বইটি আমাদের ৭ই মার্চকে, আমাদের মুক্তির সংগ্রামকে বিশ্ব ইতিহাসের পটভূমিকায় একটা স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইতিহাসও তার যথাযথ প্রতিষ্ঠান ও অবস্থানের মধ্য দিয়ে খুঁজে পেল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

নবীনগরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নবীনগরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলে ২ যুবকের

ড. ইউনূস ও পোপ ফ্রান্সিসের লড়াই ছিল একই সূত্রে গাঁথা: ইতালির গণমাধ্যম

টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

জনগণ কারা, প্রধান উপদেষ্টার কাছে জানতে চান খসরু

এজলাসের ফটকে সাবেক আইনমন্ত্রী আনিসুলকে কিল-ঘুষি

দেশে জঙ্গি নেই এ নিশ্চয়তা কেউ দিতে পারে না: আইজিপি

হ্যাটট্রিক করতে না পারা নিয়ে যা বললেন তাইজুল

ইঁদুর দৌড়াদৌড়ি করে এমন কারাগারে খালেদা জিয়াকে রেখেছিল আ.লীগ : মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা করতে জাপান যাচ্ছেন পররাষ্ট্রসচিব

হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা