কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।
রোববার ই-মেইলের মাধ্যমে দেয়া ওই হুমকির পর বিমানবন্দরটির নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে।
কর্তৃপক্ষের ধারণা, হুমকি দেয়া ওই ই-মেইলটি জার্মানি থেকে কেউ পাঠিয়েছে। খবর এনডিটিভির।
হুমকি পেয়ে নড়েচড়ে বসে দেশটির প্রশাসন। হুমকি কোথা থেকে এসেছে বা কে পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিমানবন্দরে।
তবে কোন ভয় নেই বলে যাত্রীদের আশ্বস্ত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।