‘দু’সন্তান হত্যা করে স্বামীর পরকীয়ার প্রতিশোধ’
নিজস্ব প্রতিবেদক : ‘ওর (স্বামী আমানউল্লাহ) মোবাইলে সন্দেহজনক কল আসার পর থেকে রাতে ঘুম হতো না। প্রায় দেড় মাস ধরে সারারাত জেগেই থাকতাম। এ ব্যাপারে অনেকবার জানার চেষ্টা করেছি। কিন্তু ও (স্বামী) কোনো উত্তর দিত না। উল্টো ওই ঘটনার পর থেকে ব্যবসায় ব্যস্ততার দোহাই দিয়ে বেশির ভাগ সময় বাসার বাইরে থাকত। এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। কিন্তু ভালোবেসে বিয়ে করায় এ বিষয়টি কারও সঙ্গে শেয়ারও করতে পারছিলাম না। এমনই এক কঠিন পরিস্থিতিতে ধীরে ধীরে মানসিক বিপর্যয়ের মধ্যে প্রতিহিংসাপরায়ণ হয়ে প্রথমে আত্মহত্যার চেষ্টা করেছি, না পেরে সন্তান হত্যা করে স্বামীর পরকীয়ার প্রতিশোধ নিয়েছি। দুই সন্তান হত্যার পর আবারও আত্মহত্যার চেষ্টা করেছি, কিন্তু পারিনি।’ পুলিশি জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন রামপুরার বনশ্রীতে দুই সন্তানের ‘ঘাতক’ মা মাহফুজা মালেক জেসমিন। ৫ দিনের রিমান্ডের দ্বিতীয় দিনে তিনি এসব তথ্য দেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিষণ্ণ অবস্থায় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘হত্যার পর দুই সন্তানের নিথর দেহের দিকে তাকিয়ে অনেকক্ষণ কান্নাকাটির পর তিনি দুর্বল হয়ে পড়েন। কিভাবে এ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করা যায়, তার জন্যই তিনি খাবারের বিষক্রিয়ার কথা সবাইকে বলেন।’ চাঞ্চল্যকর দুই শিশু (অরনী ও আলভী) হত্যায় গ্রেফতারকৃত তাদের মা জেসমিনকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে জেসমিন বলেছেন, তিনি যখন মেয়ে নুসরাত আমান অরনীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করছিলেন, তখন সে বারবার বাঁচার আকুতি জানাচ্ছিল। বারবার বলছিল, ‘আম্মু আমাকে মেরো না। কিন্তু ওই সময় মাথা ঠিক ছিল না।’ অরনীকে মারার পর আরেক সন্তান আলভী আমানকে কেন মারলেন- তদন্ত কর্মকর্তার এমন প্রশ্নে জেসমিন বলেন, ‘একজনকে বাঁচিয়ে রেখে কি লাভ হতো?’
তদন্তের স্বার্থে ইতিমধ্যেই শিশু দুটির বাবা আমানউল্লাহ আমান তার স্ত্রী মাহফুজা মালেক জেসমিন ছাড়াও ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ কয়েক স্বজন ও বন্ধুর মোবাইল কললিস্ট সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আমানের শ্যালিকা আফরোজার মোবাইল কললিস্টও সংগ্রহ করেছে পুলিশ। এসব কললিস্ট থেকে সন্দেহজনক কিছু মোবাইল নম্বর চিহ্নিত করে চলছে অনুসন্ধান। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ করে পুলিশি জিজ্ঞাসাবাদে জেসমিন যে সময়ের কথা উল্লেখ করেছেন, সে সময়ে আমানের (শিশু দুটির বাবা) মোবাইল কললিস্ট থেকে কিছু নম্বর চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি সন্দেহভাজন নম্বর গত কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেছেন, কোনো সম্ভাবনাকে তারা উড়িয়ে দিচ্ছেন না। তারা এ ব্যাপারে মামলার বাদী শিশু দুটির বাবা আমানউল্লাহ আমানকেও জিজ্ঞাসাবাদ করবেন। তার আগে তারা এ বিষয়ে নিশ্চিত হতে চান। নাম প্রকাশ না করার শর্তে জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, জিজ্ঞাসাবাদের মুখে বারবার শিশু দুটিকে তার মা একাই হত্যা করেছেন বলে দাবি করে আসছেন। কিন্তু তার এ বক্তব্যকে মানতে নারাজ পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট ওই কর্মকর্তা যুগান্তরকে বলেছেন, কয়েক মিনিটের ব্যবধানে একার পক্ষে দু’জনকে শ্বাসরোধ করে হত্যা করা প্রায় অসম্ভব। এখানে দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিত থাকার সম্ভাবনাকে তারা উড়িয়ে দিচ্ছেন না। তদন্ত সংশ্লিষ্টদের মতে, জিজ্ঞাসাবাদে অনেক তথ্যই গোপন করছেন জেসমিন। শিক্ষিত ও সুচতুর জেসমিন এখনও কঠিন এবং মানসিকভাবে খুবই শক্ত। তিনি ভেঙে পড়েননি।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম শনিবার বলেছেন, শুক্রবার রাতে জেসমিনকে প্রায় টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মুখে ঘুরেফিরে তিনি একই কথা বলছেন। তবে শেষ পর্যন্ত তিনি সত্যি কথা বলতে বাধ্য হবেন বলে তারা আশাবাদী।
শনিবার সকালে আমানের বনশ্রীর বাসায় গিয়ে তালাবদ্ধ দেখা যায়। দারোয়ান পিন্টু মিয়া জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আমান স্বজনদের নিয়ে বাসায় আসার পর আধা ঘণ্টা থেকে চলে যান। এরপর থেকে ওই বাসায় আর কেউ আসেনি। শনিবারও কয়েকজন উৎসুক নারী ওই বাড়ির সামনে ভিড় করেন। কেন এসেছেন জানতে চাইলে সুলতানা নামে মেরাদিয়ার এক গৃহিণী বলেন, ‘এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর সেটার বিস্তারিত জানার আগ্রহ থাকবে না? বাসায় কেউ আছে কিনা, কী অবস্থা এসব দেখার জন্যই আসা।’
এদিকে বনশ্রীর সেই ক্যান্ট নামের চাইনিজ রেস্টুরেন্টের তিন কর্মচারী মাসুদুর রহমান, আসাদুজ্জামান ওরফে রনি ও আতাউর রহমানকে এখনও মামলা থেকে অব্যাহতি দেয়া হয়নি। তারা বর্তমানে জেলহাজতে রয়েছেন। ২৯ ফেব্র“য়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু দুটিকে মৃত ঘোষণার পর তাদের মা ও স্বজনরা অভিযোগ করেন, বনশ্রীর ক্যান্ট চাইনিজ রেস্টুরেন্ট থেকে আনা খাবার খেয়ে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে ওই রাতেই তিন কর্মচারীকে আটক করে পুলিশ। ১ মার্চ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সূত্র জানিয়েছে, যেহেতু রেস্টুরেন্টের খাবার খেয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছিল এবং মামলায়ও এ ধরনের কথা উল্লেখ রয়েছে, তাই ভিসেরা প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না পুলিশ। জানতে চাইলে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
তদন্ত সংশ্লিষ্টরা জানান, আমান ও জেসমিন চাচাতো ভাইবোন। জেসমিনের বাবা আবদুল মালেক পরিবার নিয়ে থাকতেন জামালপুর জেলা শহরে। আমানের বাবা মা থাকতেন গ্রামের বাড়ি রায়েরপাড়ায়। এ কারণে আমান জেসমিনদের বাড়িতে লজিং টিচার ছিলেন। তিনি পড়াতেন জেসমিনকে। এ থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০২ সালে পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের।
২৯ ফেব্রুয়ারি (সোমবার) বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির ৫ম তলার ভাড়া বাসা থেকে অচেতন অবস্থায় স্বজনরা অরনী ও আলভীকে উদ্ধার করে প্রথমে আল-রাজী হাসপাতালে নেয়। সেখান থেকে রাত ৮টার দিকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় দুই র্শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ২৮ ফেব্রুয়ারি (রোববার) আমান-জেসমিনের ১৪তম বিবাহবার্ষিকী উপলক্ষে রাতে ক্যান্ট চাইনিজ রেস্টুরেন্ট থেকে আনা খাবার ২৯ ফেব্রুয়ারি দুপুরে খেয়ে নুসরাত ও আলভী বিষক্রিয়ায় মারা গেছে বলে অপপ্রচার চালান জেসমিন ও স্বজনরা। ঘটনার পর থেকেই রহস্যজনক আচরণ ছিল জেসমিনের। লাশের ময়নাতদন্ত করলে হত্যাকাণ্ডের ঘটনা বেরিয়ে আসবে এ আশংকায় ময়নাতদন্ত করতেও তিনি বাধা দিয়েছিলেন। পুর্লিশের চাপাচাপিতে মঙ্গলবার ময়নাতদন্ত করা হয়। এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। ময়নাতদন্তকারী চিকিৎসক বলেন, আঘাতজনিত কারণে শিশু দুটির মৃত্যু হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এরপরই দৃশ্যপট পাল্টাতে থাকে। এদিকে এর আগেই মর্গে না গিয়ে জামালপুর গ্রামের বাড়ি চলে যান জেসমিন ও আমান। নিহতদের চাচা আবুল হোসেন মর্গ থেকে লাশ গ্রহণ করেন এবং রাতে লাশ নিয়ে পৌঁছান জামালপুর জেলা শহরের ইকবালপুরে। রাতেই লাশ দাফন সম্পন্ন হয়। র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্প জেসমিন, আমান ও জেসমিনের বোন আফরোজা মালেক মিলাকে জিজ্ঞাসাবাদ করেন। এদিকে ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্যের পরপরই (মঙ্গলবার) বিকালে অরনীর গৃহশিক্ষিকা শিউলী আক্তার, তাদের দুই স্বজন ও দুই দারোয়ানকে র্যাব-৩ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানতে পারে, বাসায় দুই শিশু নুসরাত ও আলভী, তাদের দাদি ও মা ছিল। র্যাব কর্মকর্তাদের সন্দেহের তীর যায় জেসমিনের দিকে। র্যাব-৩ বুধবার জামালপুর থেকে আমান, জেসমিন ও জেসমিনের বোন আফরোজাকে ঢাকায় আনে। ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে জানায়, দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছে তাদের মা জেসমিন। ছেলেমেয়েদের পড়ালেখা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতেন জেসমিন। এই দুশ্চিন্তা থেকেই দুই সন্তানের গলায় নিজের ওড়না পেঁচিয়ে খুন করেন মা জেসমিন।