‘সে আমাকে বোঝার চেষ্টা করে’
লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০০৫’র মধ্যে দিয়ে মিডিয়াতে পথ চলা শুরু করেন শানারৈ দেবী শানু। তখন থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি শানুকে। শানুর ছোট বেলা কেটেছে সিলেটের আঁকা বাঁকা সেই মেঠো পথের গ্রামে। সিলেটের ক্ষুদ্র মনিপুরী নৃগোষ্ঠীর মেয়ে শানু।
২০০৯ সালের ২৭ ডিসেম্বর ৫ বছরের পুরনো প্রেমিক শান্তুনু বিশ্বাসকে বিয়ে করেন শানু। শানুর স্বামী একটি রিয়েল এস্টেট কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন। তাদের সংসারে জেনাস ঋত বিশ্বাস নামে ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
বাবা-মা আর ফ্যামিলির উৎসাহে আজকের এই শানু হয়েছেন তিনি।
এই অভিনেত্রীর বর্তমান ব্যস্ততা ও সংসার জীবন নিয়ে কথা হয় বিনোদন প্রতিবেদকের সাথে। দীর্ঘ এই আলোচনার মাঝে উঠে এসেছে শানুর জানা অজানা নানান তথ্য। পাঠকদের জন্য এই অভিনেত্রী সঙ্গে আলাপনের চুম্বক অংশ তুলে ধরা হলো:-
প্রশ্ন : কেমন আছেন? বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
শানু: আমি ভালো আছি। আর আমি অভিনয়ের মানুষ। ব্যস্ততা অভিনয় নিয়ে। আমি বেশ কিছু নাটকে কাজ করছি। এই তো অভিনয় নিয়ে ব্যস্ত আছি।
প্রশ্ন : বড় পর্দায় কাজ করা হয়েছে কি?
শানু: হ্যাঁ, আমি একটা সিনেমায় কাজ করেছি, নাম হচ্ছে ‘রঙ্গের দুনিয়া’। সিলেটের শাহ আব্দুর করিমের জীবনী নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। বলতে পারেন ওটাই ছিল আমার বড় পর্দার প্রথম কাজ।
প্রশ্ন : আগামীতে দর্শক কি শানুকে নতুন রুপে দেখতে পাবে?
শানু: আমি সব সময় নতুন কিছু দেওয়া চেষ্টা করি দর্শকদের। আর ইচ্ছা আছে বড় পর্দায় নিয়মিত কাজ করার কিন্তু হয়ে উঠছে না। কারণ ভালো কিছু নিয়ে আমি আসতে চাই। যদি সব কিছু নিজের মতো করে হয় আমি অবশ্যই ভালো কিছু নিয়ে দর্শকদের মাঝে আসব।
প্রশ্ন : এই মুহুর্তে ছোট বেলার কোন স্মৃতি মনে পড়ছে?
শানু: আমার ছোট বেলার একটা কথায় মনে পড়ে। আমি আয়নার সামনে শুধু অভিনয় করতাম। আর আমার বাবা-মা আমাকে উৎসাহ করতো। আর আমি আমার বন্ধুদের খুব মিস করি। তাদের সাথে চলাফেরা আড্ডা দেয়া সব সময় আমাকে মনে করিয়ে দেয়।
প্রশ্ন : আপনার সংসার জীবন কেমন চলছে?
শানু: অনেক ভালো। আমি আমার স্বামী-ছেলে আর ফ্যামিলির সবাইকে নিয়ে এখন পযর্ন্ত অনেক ভালো আছি।
প্রশ্ন : আপনার স্বামীকে এক কথায় কি বলবেন?
শানু: আমার বন্ধু। আমাকে সে সব সময় উৎসাহ দেয় কাজে। আর আমাকে বোঝার চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে।
প্রশ্ন : মিডিয়াতে চলতে গিয়ে কোন বাঁধার মুখে পড়তে হয়েছে কি?
শানু: বাঁধা তো থাকবেই। আমি বরাবর সিনিয়রদের অনেক হেল্প পেয়েছি। এখন পযর্ন্ত পাচ্ছি। তবে তেমন কোন সমস্যা আমার হয়নি।
বিডিলাইভ