নাসিরনগরে মৎস্য চাষী ও জেলেদের দু‘দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে আজ শনিবার স্থানীয় অফিসার্স ক্লাবে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় তেলাপিয়া ও ও পেনে মাছ বিষয়ক মৎস্য চাষী ও জেলেদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ছায়েদুর রহমানের সভাপতিত্বে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাজিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন ভুইয়া,প্রেসকøাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,ক্ষেত্র সহকারী শরীফা বেগম প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালা ২০ জন মৎস্য চাষী, জেলে অংশগ্রন করে।