তুরস্কের শীর্ষস্থানীয় পত্রিকায় নিয়ন্ত্রণে সরকার
তুরস্কের বিরোধীদলের প্রভাবশালী ও মূলধারার সংবাদপত্র ‘জামান’ এর নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকার। শুক্রবার এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশের কয়েক ঘণ্টা পর পুলিশ সেখানে তল্লাশি চালায়। এসময় পত্রিকাটির নিয়ন্ত্রণ গ্রহণের প্রতিবাদে পত্রিকা অফিসের সামনে ভিড় করেন হাজারো মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। জামানকে হিজমত আন্দোলেন ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তুর্কি কর্তৃপক্ষের দাবি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে হিজমত আন্দোলন। পত্রিকাটি বন্ধের নির্দেশ দিয়ে তুর্কি আদালত বলেছে, জামানের নিজস্ব ব্যবস্থাপনা কমিটির পরিবর্তে সরকার নিযুক্ত একটি ট্রাস্টি বোর্ড এর দায়িত্বভার গ্রহণ করবে। ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলির পক্ষ থেকে অুনরোধ করার পর আদালত এ নির্দেশনা দিয়েছে। এদিকে, আদালতের এ নির্দেশের পর বিপুলসংখ্যক লোকজন জামান পত্রিকা অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এ সময় তারা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম টিকিয়ে রাখতে এবং জামান পত্রিকাকে দখল না করার দাবিতে স্লোগান দেন। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে। সমবেত লোকজনের উদ্দেশে দেওয়া বক্তৃতায় পত্রিকার প্রধান সম্পাদক আবদুল হামিদ বিলিসি বলেন, আদালতের এ সিদ্ধান্ত তুরস্কের গণতন্ত্রের জন্য কালো দিবস হিসেবে চিহ্নিত হবে।