শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় কুয়াশা, নাকি পরিবেশ দূষণ

2ff54b1f6d1be2447cb058c832ba2ab5-001 (1)মৌসুম বলছে ফাল্গুনের এখন বিদায়বেলা, আজকের পরিবেশ তা বলছে না। আজ শনিবার সকাল থেকে ঢাকাসহ সারা দেশের আকাশ অনেকটাই ঝাপসা। একই সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম।রাজধানীতে ভোরে ঘুম থেকে জেগে কুয়াশার মতো এই ঝাপসা ভাব দেখে অনেকে অবাক। শীত ছুটি নিয়েছে সেই কবে, অথচ চারপাশে সেরকম পরিবেশ। দূরের জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে না। রাজধানীর রাজপথে সাবলীলভাবে চলতে পারছে না যানবাহন। প্রয়োজনে জ্বালাতে হচ্ছে হেডলাইট। অনেকে ভাবছেন, এটি আদৌ কুয়াশা, নাকি প্রাকৃতিক দূষণের বিরূপ প্রভাব? ঢাকাতেও চীনের মতো ধোঁয়াশা দেখা দিয়েছে—এমনটাও বলছেন অনেকে।

এ আশঙ্কা অবশ্য দূর করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঢাকাসহ সারা দেশেই এমন ঘন কুয়াশা পড়েছে। জলীয় বাষ্পের সঙ্গে ধুলা মিশে এই কুয়াশা সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এই কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটারে নেমে এসেছে। ফলে দূরের জিনিস আবছা দেখা যাচ্ছে। আমাদের স্বাভাবিক দৃষ্টিসীমা সাধারণত দেড় থেকে দুই হাজার মিটার থাকে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সাধারণত শীতের বিদায়বেলা এবং গরমের শুরুতে, অর্থাৎ, ঋতুবদলের সময়ে এ ধরনের অবস্থা হয়। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সকালে তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।
দেখে মনে হয় যেন শীতের সকাল। কুয়াশার মধ্যে চলছে গাড়ি। ছবিটি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
কুয়াশার মধ্যে চলছে গাড়ি। ছবিটি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

এ জাতীয় আরও খবর

আ.লীগকে আমাদের লাশের ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে: মামুনুল হক

যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত : সারজিস

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : আসিফ মাহমুদ

গাজায় তিন দিনে নিহত ৭১০

হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার

‘নাগা আমার জন্য রাতে হট চকোলেট, কফি বানায়’

ক্রোয়েশিয়ার কাছে ফ্রান্স, জার্মানির বিপক্ষে হারল ইতালি

বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, জানাল ব্রিটিশ গণমাধ্যম

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১

রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২