রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমারীত্ব হারানোর আগে ১০ বার ভাবুন

 
লাইফস্টাইল ডেস্ক : এমন দশটা বিষয় যা ভেবে নেওয়াটা খুবই জরুরি। যে বিষয়গুলি হয়তো আপনার মা, দিদি বা বন্ধু — কেউই বলতে পারেননি। জীবনে প্রথমবার কারও সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের আগে কয়েকটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি।বাসনা-বিলাস নয়, এ এক জরুরি অবস্থার কথা। দেহ মানেই কিছু অনিবার্য পরম্পরা। আর সেই পরম্পরার সূত্র ধরেই থাকে কুমারীত্ব-সংক্রান্ত ধারণা। এ এমন এক জিনিস, যা রয়েছে কেবল হারানোর জন্যই।জীবনে প্রথমবার কারও সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের আগে কয়েকটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি।

Love-7

 

১। প্রথমবার যৌন-সম্পর্কের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার আশঙ্কা সব মেয়েরই থাকে। তাই, যখনই যৌন সম্পর্কে লিপ্ত হবেন অবশ্য কন্ডোম সঙ্গে রাখবেন।

২। মানসিক প্রস্তুতিও খুব জরুরি। মনে রাখতে হবে, সাময়িক ব্যাথা পাওয়ার সম্ভবনা থাকে প্রথমবার মিলনে। কিন্তু মানসিক প্রস্তুতি থাকলে তা অনেক বেশি সহনীয় হয়।

৩। যদিও কুমারীত্ব হারানোর কোনও নির্দিষ্ট বয়স হয় না, তা-ও কিছু বিষয় মেনে না-চললেই নয়। যেমন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করাই ভাল। বিয়ের বয়সের মতো না হলেও মনে রাখবেন দেহের সম্পূর্ণ বিকাশ হওয়ার আগেই যৌনমিলন পরবর্তীকালের জন্য খুব উপকারি হবে না।

৪। রক্তক্ষরণ নিয়ে আমাদের সমাজে অনেক মিথ চালু আছে। সেগুলোকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কারণ প্রথমবার যৌনমিলনে রক্তপাত যে হবেই, তার কোনও গ্যরান্টি নেই। এটি একেক জনের শারীরিক গঠনের উপর নির্ভর করে।

৫। তখনই কোনও যৌন সম্পর্কে জড়াবেন, যখন আপনার মন চাইবে। বন্ধু-বান্ধবদের উস্কানি বা প্রেমিকের অনুরোধে ভুলেও এমন কাজ করবেন না। সেক্ষেত্রে পরে ভয়ঙ্কর অপরাধবোধ কাজ করে।

৬। দেহ দেওয়া-নেওয়ার আগে নিজের চাহিদা সম্পর্কে স্পষ্ট ভাষায় জানান নিজের পার্টনারকে। এমন যেন না-হয়, একে অপরকে ভুল চিনে কাছাকাছি এসে পড়লেন।

৭। প্রথমবার যৌনমিলনে অর্গ্যাজম না হওয়ারই সম্ভবনা বেশি। অনেকেই হয়তো অনেক কিছু প্রত্যাশা করে থাকেন, কিন্তু প্রথমবারটা একাবারেই আকস্মিক। আনপ্রেডিক্টেবল।

৮। প্রথমবার হালকা ভয় থাকে, নার্ভাসনেস কাজ করে। তাই খুব বেশি ভাবতে বসবেন না। বেশি ভাবলে সেই মুহূর্তের ভাললাগাটাই নষ্ট হয়ে যাবে।

৯। বর্ষাকালে ছাতা নিয়ে ঘোরার মতো সবসময়ে কন্ডোম সঙ্গে রাখা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে মিলনের পরে যত দ্রুত সম্ভব কোনও কন্ট্রাসেপটিভ পিল খেয়ে নেবেন। এতে ইতস্তত করার কিছু নেই।

১০। প্রথমবার হয়তো একটু জড়তা থাকবে। কিন্তু সব জড়তা কাটিয়ে চেষ্টা করুন পার্টনারের সামনে সম্পূর্ণ নগ্ন হতে। এতে প্রথমবার মিলিত হলেও ভাল লাগাটা দীর্ঘস্থায়ী হয়।

এ জাতীয় আরও খবর

বাসায় ফিরেছেন জাহিদ হাসান

আপনার ত্বকের কেমন ফেস মাস্ক দরকার

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান বাবু

নবীনগরে সার্বজনীন গ্রুপের ‘ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

গণপরিবহন সংকটে বেকায়দায় ঈদ ফেরত যাত্রীরা

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার মুহূর্ত: প্রেস সচিব

রেকর্ড ভাঙা দামে রিয়ালে আর্জেন্টাইন মিডফিল্ডার

জাফলংয়ে বাধার সম্মুখীন ২ উপদেষ্টার গাড়িবহর

পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জামায়াতের প্রশ্ন