পুকুরে ইলিশ দেখতে ভিড়
নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের চরচটাং গ্রামে এক কৃষকের পুকুরে ইলিশ মাছ ধরা পড়ার সংবাদে উৎসুক জনতা, সাংবাদিক ও মৎস্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।শুক্রবার বাড়ির মালিক হাবিব মাদবর জেলেদের মাধ্যমে মাছ ধরার ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে ইলিশ মাছ হিসেবে প্রতীয়মান হওয়ায় উপজেলা মৎস্য অফিস নিশ্চিত হতে নমুনা চাঁদপুর গবেষণাগারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এ ঘটনায় শুক্রবার সকাল থেকেই চরচটাং গ্রামের হাবিব মাদবরের বাড়ি ও পুকুর পাড়ে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।
সরেজমিন গিয়ে জানা যায়, মঙ্গলবার মাছ পরিচর্যার জন্য পুকুর মালিক হাবিব মাদবর পুকুরে জাল ফেলেন। তখন অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছ ধরা পড়ে। এভাবেই এলাকায় ছড়িয়ে পড়ে পুকুরে ইলিশ মাছের কাহিনী। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে উপজেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবদিক ও জনসাধারণের উপস্থিতিতে শুক্রবার সকালে পুকুরে জাল ফেলা হয়। তখনও জালে ইলিশ মাছ ধরা পড়ে।
পুকুর মালিক হাবিব মাদবর বলেন, গত তিন বছর ধরে বাড়ির পাশে পুকুর কেটে মাছ চাষ করছেন। পাশের খাল থেকে পুকুরে পানি দিয়ে দেশীয় রুই, কাতল মাছের চাষ করছেন। গত মঙ্গলবার সকালে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে ইলিশ ধরা পড়ে। শুক্রবার সবার উপস্থিতিতে মাছ ধরার সময়ও ইলিশ পাওয়া গেছে।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. সিরাজুল হক বলেন, পুকুর থেকে ধরা ইলিশ মাছ দেখেছি। প্রাথমিকভাবে ইলিশ মাছ বলেই প্রতীয়মান হয়েছে। দেশে চার জাতের ইলিশ মাছ রয়েছে। এটা কোন জাতের ইলিশ বা অন্য কোনো প্রজাতির মাছ কিনা তা শনাক্তের জন্য আমরা চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করছি। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।