মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পুকুরে ইলিশ দেখতে ভিড়

 

 

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের চরচটাং গ্রামে এক কৃষকের পুকুরে ইলিশ মাছ ধরা পড়ার সংবাদে উৎসুক জনতা, সাংবাদিক ও মৎস্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।শুক্রবার বাড়ির মালিক হাবিব মাদবর জেলেদের মাধ্যমে মাছ ধরার ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে ইলিশ মাছ হিসেবে প্রতীয়মান হওয়ায় উপজেলা মৎস্য অফিস নিশ্চিত হতে নমুনা চাঁদপুর গবেষণাগারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

ilish21457091917

এ ঘটনায় শুক্রবার সকাল থেকেই চরচটাং গ্রামের হাবিব মাদবরের বাড়ি ও পুকুর পাড়ে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।
সরেজমিন গিয়ে জানা যায়, মঙ্গলবার মাছ পরিচর্যার জন্য পুকুর মালিক হাবিব মাদবর পুকুরে জাল ফেলেন। তখন অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছ ধরা পড়ে। এভাবেই এলাকায় ছড়িয়ে পড়ে পুকুরে ইলিশ মাছের কাহিনী। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে উপজেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবদিক ও জনসাধারণের উপস্থিতিতে শুক্রবার সকালে পুকুরে জাল ফেলা হয়। তখনও জালে ইলিশ মাছ ধরা পড়ে।download

 
পুকুর মালিক হাবিব মাদবর বলেন, গত তিন বছর ধরে বাড়ির পাশে পুকুর কেটে মাছ চাষ করছেন। পাশের খাল থেকে পুকুরে পানি দিয়ে দেশীয় রুই, কাতল মাছের চাষ করছেন। গত মঙ্গলবার সকালে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে ইলিশ ধরা পড়ে। শুক্রবার সবার উপস্থিতিতে মাছ ধরার সময়ও ইলিশ পাওয়া গেছে।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. সিরাজুল হক বলেন, পুকুর থেকে ধরা ইলিশ মাছ দেখেছি। প্রাথমিকভাবে ইলিশ মাছ বলেই প্রতীয়মান হয়েছে। দেশে চার জাতের ইলিশ মাছ রয়েছে। এটা কোন জাতের ইলিশ বা অন্য কোনো প্রজাতির মাছ কিনা তা শনাক্তের জন্য আমরা চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করছি। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

মেয়ে দেখে হাসলেই একটা প্রাণ চলে যাবে: ওমর সানী

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা আমিশা!

গাজায় ইসরায়েলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত, লেবাননে ২

সকালে খালি পেটে বেলের শরবত খেলে শরীরে কী হয়?

রাষ্ট্রের সাংবিধানিক নাম বদলে বিএনপির দ্বিমত

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

ভারতীয় ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে জায়গা পেলেন

গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে ও তার দুই সহকারী

সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা