শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

খাস জমি বরাদ্দ দিচ্ছে মন্ত্রণালয়, জানেন না মন্ত্রী-প্রতিমন্ত্রী!

photo-1457014550নিউজ ডেস্ক : খাসজমি ও নতুন করে জেগে ওঠা চর চিহ্নিত করে ভূমিহীন পরিবারের মধ্যে বরাদ্দ দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রকল্প-৪’ নামে একটি প্রকল্প রয়েছে। সামগ্রিকভাবে এ প্রকল্পের অগ্রতির হার শতকরা ৬০ ভাগ। কিন্তু এ প্রকল্পের অধীনে কাকে, কীভাবে খাস জমি বরাদ্দ দেওয়া হচ্ছে তার কিছুই জানেন না ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

খোদ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ অভিযোগ করেছেন।

২০১৫-২০১৬ অর্থবছরে ভূমি মন্ত্রণালয়ের আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভার কার্যবিবরণীতে এ তথ্য উল্লেখ রয়েছে। গত ১০ ফেব্রুয়ারি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ওই কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।

কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে যে, গত ২৬ জানুয়ারি সকাল ১১টায় ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রী শামসুর রহমান শরীফের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও ভূমি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রকল্প-৪’ সম্পর্কে জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, ‘প্লট টু প্লট জরিপ সম্পন্ন হয়েছে ৪০ হাজার ৩৮৭ একর জমির। ১৪ হাজার ভূমিহীন পরিবারের মাঝে বিদ্যমান সরকারি নীতিমালা অনুযায়ী খাসজমি বন্দোবস্তের লক্ষ্যমাত্রার বিপরীতে ভূমিহীন পরিবার বাছাই সম্পন্ন হয়েছে ১০ হাজার ৫৭৯টি। জেলা পর্যায়ে নথি অনুমোদন হয়েছে ৯ হাজার ৫৯৬টি। কবুলিয়াত সম্পাদন হয়েছে ছয় হাজার ৮২৮টি। কবুলিয়াত রেজিস্ট্রেশন সম্পাদন হয়েছে পাঁচ হাজার ৯১২টি। খতিয়ান বিতরণ হয়েছে চার হাজার ৬৬৮টি। সামগ্রিকভাবে প্রকল্পের অগ্রগতির হার শতকরা ৬০ ভাগ।’

কার্যবিবরণীতে আরো উল্লেখ করা হয়, “প্রকল্প পরিচালকের এ তথ্য প্রদানের সভার সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ‘এ প্রকল্পে কীভাবে, কতগুলো পরিবারকে খাসজমিতে পুনর্বাসন করা হয়েছে, সে সম্পর্কে তিনি কিছুই অবগত নন। এমনকি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও এ বিষয়ে কিছুই জানেন না’।’’

ভূমিমন্ত্রীর এ বক্তব্যের পর মন্ত্রণালয়ের সচিব দ্রুত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে প্রকল্প এলাকা ও প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের কথা বলেন। একই সঙ্গে মন্ত্রীর মাধ্যমে খতিয়ান বিতরণ অনুষ্ঠানের আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা দেন। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি নিয়ে ৪ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

স্লোগানে মুখরিত ঢাকা, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত কর্মীদের ঢল

সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের যেসব নির্দেশনা জামায়াতের

কমপ্লিট শাটডাউনে দ্বিতীয় দিন নিহত ৬৭, কারফিউ জারি

কক্সবাজার থেকে শুরু চট্টগ্রাম বিভাগে এনসিপির পদযাত্রা

জামায়াতের সমাবেশ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফাইনালে রংপুরের হার, চ্যাম্পিয়ন গায়ানা

‘এনসিপি কি নীতির দল, নাকি সুবিধাবাদী নাটক’

চাঁদের মাটিতে টিকে থাকতে পারে প্রাণ

বিএনপিকে খেপিয়ে সমন্বয়করা কীভাবে মাঠে টিকে থাকবেন, প্রশ্ন ইলিয়াসের

লস অ্যাঞ্জেলসে পুলিশ স্থাপনায় বিস্ফোরণ, নিহত ৩