‘ইংলিশ কাউন্টি দলে খেলতে পেরে আমি রোমাঞ্চিত’
স্পোষ্টর্স ডেস্ক : ইংল্যান্ডে মাইনর দলের হয়ে খেলাটাও একসময় ছিল বাংলাদেশি ক্রিকেটারদের স্বপ্ন। তবে ইতি মধ্যে সাকিব কাউন্টির মূল আকর্ষণ চ্যাম্পিয়নশিপও খেলেছেন। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। উস্টারশায়ারের হয়ে ওয়ানডে কাপ ও টি-টোয়েন্টি খেলার পাশাপাশি কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলেছেন সাকিব। তামিম নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছেন টি-টোয়েন্টিতে।
এবার সেই ইংলিশ কাউন্টি দলে খেলার সুযোগ পেলেন বাংলা কার্টার মুস্তাফিজুর রহমান। মুস্তফিজের সাথে কথা হয় সাসেক্স কর্তৃপক্ষের সাথে। দলটির ওয়েবসাইটে মুস্তাফিজ বলেছেন, ‘ইংলিশ কাউন্টি দলে খেলতে পেরে আমি রোমাঞ্চিত। আমার সব সময়ই লক্ষ্য ছিল ইংল্যান্ডে খেলা, সুযোগটি করে দেয়ায় সাসেক্সের প্রতি আমি কৃতজ্ঞ। তার আমার ওপর যে আস্থা রেখেছে, আশা করি, সেটির প্রতিদান আমি মাঠের পারফরম্যান্সে দিতে পারব।’
মুস্তাফিজের চেয়েও অনেক বেশি রোমাঞ্চিত মনে হয় সাসেক্সের প্রধান কোচ মার্ক ডেভিস। তিনি বলছেন, বিশ্ব ক্রিকেটের এই চমকপ্রদ প্রতিভাকে দলে পেয়ে তারা উচ্ছ্বসিত, ‘মুস্তাফিজকে সাসেক্স ক্রিকেটে পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। সে অবিশ্বাস্য সামর্থ্যের এক ক্রিকেটার এবং এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজন। অপ্রথাগত বোলিং বৈচিত্র্যের কারণে ওর বিপক্ষে ব্যাট করা খুব কঠিন। আমাদের দলের জন্য সে হবে দারুণ এক সংযোজন।’