কাউন্সিলের অনুমতি পেল বিএনপি
১৯ মার্চ রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় কাউন্সিল করার অনুমতি পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল গভীর রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ তাদের মিলনায়তন ব্যবহারের জন্য ভাড়াসহ সকল বিষয়ে লিখিতভাবে বিএনপিকে জানিয়েছে। এ কারণেই বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার জন্য যে আবেদন করেছিলো সেটি প্রত্যাহার করে নিয়েছে।
এখন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনকে কেন্দ্র করেই বিএনপির কাউন্সিলের কর্মযজ্ঞ চলতে থাকবে।
শুক্রবার সকাল ১০ টায় সম্মেলন প্রস্তুত উপকমিটির নেতৃবৃন্দ ও চেয়ারপার্সনের কর্মকর্তারা যৌথভাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সরেজমিনে পরিদর্শন করবেন।