বিচার বিভাগের স্বার্থেই বলেছিলাম : প্রধান বিচারপতি
সিলেট প্রতিনিধি : অবসরের পর রায় লেখা যাবে না এটা বিচার বিভাগের স্বার্থেই আমি বলেছিলেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আজ বুধবার দুপুরে সিলেটের ২০টি আদালতে ডিজিটাল এভিডেন্স রেকর্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা জানান।
তিনি বলেন, ‘অবসরের পর রায় লেখা যাবে না’ আমার এ বক্তব্যকে ইস্যু করে এমন কথাও বলা হয়েছে যা বিচার বিভাগকে হেয় করে।
নিজের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে প্রধান বিচারপতি অবসরের পর রায় লেখাকে সংবিধান পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেন। তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান অবসরে যাওয়া আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। প্রধান বিচারপতির বিরুদ্ধে তাঁর বিভিন্ন বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
সিলেট জেলা জজ আদালতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক, আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়ার্টকিন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা জজ মুনির আহমেদ পাটোয়ারী।