বাসের সঙ্গে গুগলের স্বয়ংক্রিয় গাড়ির সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক : গুগলের স্বচালিত একটি গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
গুগল গাড়ির দুর্ঘটনার খবর নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনায় পড়লেও সেগুলোর প্রত্যেকটাই ছিল অপর গাড়ির ড্রাইভারের ভুলের কারণে। আর এবার গুগলের গাড়িটিই বাসটিকে ধাক্কা দিয়েছে।
ক্যালিফোর্নিয়ার মাউন্টেনভিউয়ে ঘটা এই দুর্ঘটনার রিপোর্ট জামা দিয়েছে গুগল। স্বয়ংক্রিয় গাড়িটি লেন পরিবর্তন করার সময় ঘণ্টায় ২৪ কিলোমিটার বেগে সামনে থেকে আসা একটি বাসকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ভেঙে গেছে।
গুগলের গাড়িতে থাকা ক্রু ভেবেছিলেন সামনের বাসটি হয়তো তাকে রাস্তা ছেড়ে দেবে। তাই তিনি গাড়ির স্বয়ংক্রিয় সিস্টেমে কোন হস্তক্ষেপ করেননি। আর এতেই সামনের বাসকে ধাক্কা মেরে বসে গাড়িটি। সূত্র: এনগেজেট