মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলোচনায় ১/১১, আ.লীগে তোলপাড় (ভিডিও)

anam2-400x272আবার আলোচনায় ১/১১। গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তার ভুল স্বীকার করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআইয়ের সরবরাহ করা সংবাদ প্রচার করা ঠিক হয়নি বলে অকপটে স্বীকার করে নেন তিনি। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অন্তত ৭৯টি মামলা হয়েছে। টেলিভিশন টকশ’তে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের মন্তব্যে আওয়ামী লীগে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নীতিনির্ধারক নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ওয়ান-ইলেভেনের কুশীলবদের আকস্মিক তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগ।
২৬ ফেব্রুয়ারি শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে হঠাৎ করেই ওয়ান-ইলেভেনের কুশীলবদের তৎপরতা নিয়ে আলোচনা হয়। এ আলোচনায় টিভি টকশোতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কিছু মন্তব্য নিয়েই প্রধানত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ওই আলোচনায় কেন্দ্রীয় নেতারা মহান মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মইনুল হোসেনের ভূমিকা এবং ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকে সাম্প্রতিক সময়ে দুটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে ব্যারিস্টার মইনুল হোসেনের মন্তব্যকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন নেতারা। এ প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, হঠাৎ করেই ওয়ান-ইলেভেনের কুশীলবরা সক্রিয় হয়ে উঠেছেন। তাদের ওপর কড়া নজর রাখার পরামর্শ দেন কেউ কেউ।
এ বৈঠকে বলা হয়েছে, ব্যারিস্টার মইনুল হোসেন ওয়ান-ইলেভেনের অন্যতম কুশীলব। ‘মাইনাস টু ফর্মুলা’র সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন। এখন তিনি বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতেও দ্বিধা করছেন না। নেতাদের কেউ কেউ মুক্তিযুদ্ধ চলাকালে মইনুল হোসেনের প্রশ্নবিদ্ধ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য এই বিষয়ে বিশদ কোনো মন্তব্য করেননি। তবে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকা থাকায় ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে মইনুল হোসেনকে মনোনয়ন দিতে চাননি বঙ্গবন্ধু। কিন্তু তার (মইনুল হোসেন) মায়ের অনুরোধে বঙ্গবন্ধু তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেন।
শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে অংশ নেওয়া নেতাদের তিনজন সমকালের সঙ্গে আলাপকালে বলেছেন, গত বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক বিয়োগান্ত ঘটনা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন মইনুল হোসেন।
ওই বৈঠকে বলা হয়েছে, টকশো অনুষ্ঠানে মইনুল হোসেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে। রাস্তায় রাস্তায় কান্নাকাটি করলে হবে না। সুযোগটা কীভাবে সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমি কষ্ট পেয়েছি। শুক্রবার ছিল। আমি গাড়িতে একা বের হই। আমি কল্পনাও করতে পারি নাই, বঙ্গবন্ধু মারা যাবেন। অথচ একটা মারামারি, কাটাকাটি হবে না। আমি একা। রাস্তা সব ঠা-া। আমি বাসায় গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, যদি ভুল করে না থাকি মনে হলো- স্বস্তির ভাব।’
বৈঠকে আওয়ামী লীগ নেতারা বলেছেন, মইনুল হোসেন অশোভনীয় ভাষায় বর্তমান সরকারের পাশাপাশি রাজনীতি ও রাজনৈতিক নেতাদের কড়া সমালোচনা করেছেন। মইনুল হোসেন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণেই ওয়ান-ইলেভেনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে দাবি করেছেন। তিনি ওয়ান-ইলেভেনের জন্য রাজনৈতিক নেতাদের দুষেছেন। আবার ওয়ান-ইলেভেনের কুশীলবদের পক্ষে নানা যুক্তিও দাঁড় করিয়েছেন। আওয়ামী লীগ নেতাদের মতে, তার পুরো বক্তব্যই ছিল আপত্তিকর। বৈঠকে ওয়ান-ইলেভেনে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, রাশিদুল আলম, মাহবুবউল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, লে. কর্নেল (অব.) ফারুক খান, ড. আবদুর রাজ্জাক, আবুল হাসানাত আবদুল্লাহ, ড. আবদুস সোবহান গোলাপ ও অ্যাডভোকেট আবদুল মান্নান খান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ব্যারিস্টার মইনুল হোসেন সমকালকে বলেন, ‘শেখ সাহেব আমাকে ছেলের মতো দেখতেন। তবে আমি ঠিকই বলেছি। আমার ভাষা হয়তো ঠিক হয়নি। কিন্তু এটা তো ঠিক, তার (বঙ্গবন্ধু) মৃত্যুর পর কেউ রাস্তায় নামেনি। এটা আমার কাছে আশ্চর্যজনক লেগেছে। খারাপও লেগেছে। ভেবেছিলাম, আন্দোলন হবে। কিন্তু হলো না। রাস্তায় কেউ বের হলো না। রাগ-ক্ষোভ দেখলাম না। আজকে যারা বঙ্গবন্ধুর জন্য কান্নাকাটি করেন, ওই দিন তো তাদের কাউকে কান্নাকাটি করতে দেখিনি। এখন আমার বক্তব্য নিয়ে যে যার মতো যা খুশি ভাবুন, আমি বিতর্কে যাব না।’
গত ২২ ফেব্রুয়ারি এক অনুষ্ঠনে শেখ হাসিনা বলেন, দু’টি পত্রিকা ডিজিএফআইয়ের লিখে দেওয়া মিথ্যা সংবাদ ছাপিয়ে সে সময় রাজনীতি থেকে আমাকে এবং খালেদাকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। আর ডেইলি সম্পাদক মাহফুজ আনাম দুর্নীতিবাজ বানানোর জন্য আমাকে বহু চেষ্টা করেছিলেন। তিনি স্বীকারও করেছেন, ডিজিএফআইয়ের চাপে তিনি সেসব নিউজ ছেপেছিলেন। এখন ভুল স্বীকার করায় তার পদত্যাগ করে সাংবাদিকতা থেকে সরে আসা উচিৎ। বিশ বছর ধরে ওই দু’টি পত্রিকা তার বিরুদ্ধে মিথ্যা লিখে চলেছে বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনা গোয়েন্দা সংস্থা জিডিএফআই সরবরাহ করা সংবাদ প্রকাশের জেরে দেশের বিভিন্ন এলাকায় মাহফুজ আনামের বিরুদ্ধে করা মামলার সমালোচনাকারীদেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘কয়টা মামলাতেই ঘাবড়ে গেলেন?’ প্রধানমন্ত্রী বলেন, মাহফুজ আনাম এখন ভুল স্বীকার করেছেন তাই তার পদত্যাগ করে সাংবাদিকতা থেকে সরে আসা উচিৎ।
ওয়ান ইলেভেনের সময়ে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে সত্য বলে মনে করছে বিএনপি। বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, ওয়ান ইলেভেনের সময়ে তারা রাজনীতি নিয়ে ষড়যন্ত্র করেছে, দেশের ক্ষতি করেছে, রাজনীতি থেকে গণতন্ত্র বিনষ্ট করেছে, মাইনাস টু ফর্মুলার পরিকল্পনা, ষড়যন্ত্র ও বাস্তবায়নের চেষ্টা করেছেন। এছাড়াও ওই সময়ে যারা রাজনীতি ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যে তথ্য প্রচার ও প্রকাশ করেছেন পাশাপাশি যারা শেখ হাসিনা ও খালেদা জিয়ার নামে এবং তারেক রহমান, সজীব ওয়াজেদ জয়ের নামে মিথ্যে তথ্য সংবাদপত্রে পরিবেশন করার জন্য তৈরি করেছেন ও সরবরাহ করেছেন তাদেরও বিচার হতে হবে। তবে কোনটা মিথ্যে আর কোনটা সত্য সেটা আগে তদন্ত করে বের করতে হবে।
প্রধানমন্ত্রীর পক্ষ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অক্ষরে অক্ষরে সত্য কথা বলেছেন। যারা প্রধানমন্ত্রীকে সমালোচনা করছেন তাদেরকে আমি বলব, প্রধানমন্ত্রী ১/১১ কথা স্মরণ করিয়ে বরং ভালো করেছেন। বাংলাদেশে যাতে কোনোদিন ১-১১ না ঘটে কোনো সম্পাদক যাতে সামরিক কর্তৃপক্ষের গোপন নির্দেশে মিথ্যাচার না করে সেই সতর্ক বাণী উচ্চারণ করছেন। এর মাধ্যমে আমাদের গণমাধ্যমও উপকৃত হবে, রাজনৈতিক অঙ্গনও উপকৃত হবে।
ইনু বলেন, ডেইলি স্টার সম্পাদক জনাব মাহফুজ আনামের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এক-এগারো সময়কালের ঘটনার বিবরণ মাত্র। এখানে কোনো অত্যুক্তি নেই, বিষোদগার নেই। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা সেই সময়ে সেনা সমর্থিত সরকার কর্তৃক রাজনীতিক, ব্যবসায়ী, সরকারি কর্মচারী এমনকি গণমাধ্যমকর্মীদের ওপর যে নির্যাতন হয়রানি হয়েছিল, তারই পরিষ্কার চিত্রটি দেখতে পাই। এখানে কোনো হিংসা-প্রতিহিংসার বিষয় নেই।

আমাদের সময়.কম

https://www.youtube.com/watch?time_continue=5&v=1Sn05h-SDJE

 

এ জাতীয় আরও খবর

৩ উইকেট তুলে বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের

নাসিরনগরে ইউপি সদস্য  হিসেবে শপথ নিলেন সাড়ে তিন বছর আগে ঘোষিত ‘পরাজিত প্রার্থী’

হাওর রক্ষায় সরকার কাজ করছে: পরিবেশ উপদেষ্টা

বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে

ঐকমত্য কমিশনের যেসব প্রস্তাবে একমত বিএনপি

ট্রাম্পের জন্য হুমকি হয়ে উঠতে পারে ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’

মিরাজরাই হাসতে চান শেষ হাসি

যুদ্ধবিরতি নিয়ে আশা ও সংশয়

কক্সবাজার সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

শুল্ক ইস্যুতে ড. ইউনূসকে চিঠিতে যা লিখেছেন ডোনাল্ড ট্রাম্প

মুরাদনগরের মা, ছেলে ও মেয়েকে হত্যার মামলা ডিবিতে