রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : অস্ত্রের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দৃর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার গলির মুখে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।আম্বরখানা বাজারের ব্যবসায়ী শাহেদ আহমদ জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১১টার দিকে তিনি আম্বরখানা বড়বাজারে নিজ বাসায় ফিরছিলেন।

 

2015_12_18_09_05_44_a9DmyJx7AbyJefyuLq746wX1jvHcnN_original

 

বড়বাজার গলির মুখে যেতেই ৩টি মোটরসাইকেলে করে ৬ দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ৪ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।বিষয়টি সম্পর্কে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর