১১৪ ইউপিতে প্রার্থী নেই বিএনপির
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। ইতিমধ্যে বাতিল হয়ে গেছে দলটির ৯৬ জনের প্রার্থিতা। ফলে প্রথম ধাপের ৭৩৮টি ইউপির মধ্যে ১১৪টিতেই প্রার্থী নেই বিএনপির। ইতিমধ্যে আওয়ামী লীগের ৫০ জন
প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। স্থানীয় সরকার নির্বাচনে এতসংখ্যক ইউপি প্রার্থী এভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা নজিরবিহীন। এদিকে ঠুনকো অজুহাতে দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপের ইউপি নির্বাচনে ৭১৯ জন প্রার্থীকে বিএনপির মনোনয়নপত্র দেয়া হয়। এর মধ্যে
ক্ষমতাসীন দলের চাপে ২০টিতে প্রার্থী হতে আগ্রহ দেখাননি বিএনপির কোনো প্রার্থী। এছাড়া বেশ কিছু ইউপিতে সরকার দলের নেতাদের হুমকিধমকি ও বাধার কারণে সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিএনপির প্রার্থীরা। যে ৬৬৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন সামান্য ত্রুটির কারণে তাদের অনেকের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। গতকাল পর্যন্ত ১১৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিলের খবর পাওয়া গেছে। বিএনপি অভিযোগ করেছে, একেবারে খোঁড়া যুক্তি দিয়ে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। অনেকের মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তাদের কাজগপত্র গায়েব করে প্রার্থিতা বাতিল করা হয়েছে। অনেকের নামের স্বাক্ষরে ()িকারের জায়গায় (ী)কার লেখায় তার মনোনয়নও বাতিল করা হয়। দলটি আরও অভিযোগ করেছে, অনেক প্রার্থী কোন থানায় কয়টি তার নামে রাজনৈতিক মামলা রয়েছে সে তথ্য জানেন না। কিন্তু হলফনামায় সেই তথ্যের ভুলের জন্য মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে প্রার্থিতা বাতিলের শিকার বিএনপির প্রার্থীরা আপিল করতে গেলে নানা হয়রানি করা হচ্ছে। স্থানীয় রিটার্নিং অফিসারের কাছে আপিল করতে গেলে তিনি পাঠিয়ে দিচ্ছেন জেলা রিটার্নিং অফিসে। সেখান থেকে পাঠানো হচ্ছে হাইকোর্টে। কিন্তু তারা ভালোভাবেই জানেন- একজন তৃণমূল নেতার এত টাকা খরচ করে হাইকোর্টে রিট করার সামর্থ্য নেই। তাই বাতিল হওয়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ারও কোনো সুযোগ থাকবে না। বিএনপির সিনিয়র এক নেতা জানান, ক্ষমতাসীন দলের তৃণমূল নেতাদের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছেন স্থানীয় নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সেজন্যই ঠুনকো অজুহাতে বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এভাবে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে এক ধরনের স্নায়ুচাপ তৈরি করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। যাতে পরবর্তী ধাপের নির্বাচনগুলোয় বিএনপির কোনো নেতা প্রার্থী হতে আগ্রহী না হন।
এদিকে বেশ কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জেলায় দলের প্রার্থী ও সমর্থকদের ভয়ভীতি, হুমকিধমকি ও গ্রেপ্তারের অভিযোগ করে আসছে বিএনপি। গতকালও দলটির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, মনোনয়ন জমা দিতে বাধা, হুমকিধমকি এবং তুচ্ছ অজুহাতে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। এতে জমা দিতে না পারা প্রার্থীসহ প্রায় ১১৪ জন বিএনপি প্রার্থী প্রার্থিতা হারিয়েছেন।
কী ত্রুটির কারণে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে রিজভী আহমেদ মানবজমিনকে বলেন, ক্ষমতাসীন দলের নেতারা অনেক জায়গায় বিএনপির প্রার্থীর প্রস্তাবকারী কিংবা সমর্থনকারী নাম দিয়ে কোনো একজনকে ধরে নিয়ে নির্বাচন কমিশনে হাজির করে বলছে, তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে চাচ্ছেন। অথচ তিনি বিএনপির প্রার্থীর প্রস্তাবকারী কিংবা সমর্থনকারী কিনা তা যাচাই-বাছাইও করা হচ্ছে না। যে ত্রুটি দেখিয়ে এসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা ধারণা করছি- পরবর্তী ধাপের নির্বাচনগুলোতেই সরকার দলের নেতাকর্মীরা একই ধরনের ঘটনা ঘটাবে। এ বিষয়ে বিএনপির সহ-প্রচার বিষয়ক সম্পাদক এমরান সালেহ প্রিন্স মানবজমিনকে বলেন, একেবারেই ঠুনকো অভিযোগে বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে। অনেক জায়গায় আমরা শুনেছি- মনোনয়নপত্র বৈধ হওয়ার পরও কাগজপত্র না পাওয়ার অজুহাত দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হয়েছে। বিএনপির ইউপি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার কাজে দায়িত্বপ্রাপ্ত এই নেতা বলেন, সরকার নীলনকশার নির্বাচনের অংশ হিসেবেই এসব করছে। ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনেও আওয়ামী লীগের ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। সেই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। উপজেলা থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তারা সেই ধারা অব্যাহত রেখেছে। আগামী দিনে বাকিগুলো হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হতে পারে। তিনি আরও বলেন, ক্ষমতাসীন দলের তৃণমূল নেতাদের চাপে স্থানীয় নির্বাচন কমিশন বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে।
এদিকে ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে ইউপি নির্বাচনে অংশ নেয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত সমঝোতা হয়নি। শরিকদলগুলোকে ২০টির মতো ইউপিতে ছাড় দেয়ার ঘোষণা দিলেও এখনও কোনো আলোচনা হয়নি। ইতিমধ্যে জোটের কয়েকটি শরিক দল যেসব এলাকায় তাদের সাংগঠনিক ভিত্তি রয়েছে সেসব এলাকায় নিজের মতো করে প্রার্থী দিয়েছে। স্থানীয়ভাবে জোটের মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনাও কম। ২০ দলীয় জোটের এক শীর্ষ নেতা জানান, গত উপজেলা ও পৌরসভা নির্বাচনে জোটের মধ্যে সমঝোতা হয়নি। এবার সমঝোতার কোনো সম্ভাবনা নেই। ৩০-৪০ হাজার টাকা খরচ করে স্থানীয়ভাবে যারা স্বতন্ত্র প্রার্থী তারা কেউই প্রার্থিতা প্রত্যাহার করবেন না। ওদিকে ২০ দলীয় জোটের আরেকটি সূত্রে জানা গেছে, ২০ দলীয় জোটের মধ্যে বিএনপি ছাড়া যে কয়টি দলের নিবন্ধন রয়েছে তাদের মধ্যে- জামায়াত, এলডিপি, কল্যাণ পার্টি, বাংলাদেশ ন্যাপ, জাগপা ও খেলাফত মজলিসের প্রার্থী দেয়ার সক্ষমতা আছে। বাকি দলগুলোর তৃণমূলে সাংগঠনিক ভিত্তি না থাকায় তাদের প্রার্থী দেয়ার লোকই নেই। এছাড়া গত উপজেলা নির্বাচনে দুটিতে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়। ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান বলেন, আমাদের দল থেকে ৩০টির মতো ইউপি নির্বাচনে প্রার্থী দিয়েছে। ইতিমধ্যে ৩-৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। বিএনপির সঙ্গে সমঝোতা হলে প্রার্থিতা প্রত্যাহারের একটি বিষয় আছে। বাংলাদেশ ন্যাপ-এর মহাসচিব গোলাম মোস্তাফা বলেন, উত্তরাঞ্চলে আমাদের দল থেকে পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে ২০টি ইউপিতে প্রার্থী দেয়ার কথা ভাবছি। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এদিকে দ্বিতীয় ধাপের প্রার্থীদের তালিকা চূড়ান্ত কাজ ইতিমধ্যে শুরু করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে দূরের জেলাগুলোর প্রার্থীদের মনোনয়ন বিতরণ করা হচ্ছে। গতকাল ঠাকুরগাঁও জেলার প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়। উল্লেখ্য, চলতি বছর সারা দেশে ছয় ধাপে ৪,২৭৫টির ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৭৩৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২শে মার্চ। দ্বিতীয় ধাপে ৪৯টি জেলার ৬৮৪টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে আগামী ৩১শে মার্চ।
মানবজমিন