খুলনায় নারী এনজিওকর্মী ও এক বৃদ্ধর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : খুলনার পাইকগাছা উপজেলার পল্লীতে এক নারী এনজিওকর্মী ও এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।শুক্রবার পৌর সদরের বাতিখালী ও দেলুটির হাটবাড়ি এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পাইকগাছা থানার সেকেন্ড অফিসার এসআই জহুরুল আলম জানান, শুক্রবার দুপুরের দিকে পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালী এলাকার রাজু ভিলা নামক বাড়ির ভাড়াটিয়া তানজিলা খাতুন (২২) ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার মেলাবাজার এলাকার মৃত নুর আলীর মেয়ে।
তানজিলা মুক্তি ফাউন্ডেশন নামক একটি বেসরকারি সংস্থার পাইকগাছা অফিসে ফিল্ড ফ্যাসিলিটেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পৌর সদরের কপোতাক্ষ মার্কেটের শরীফ টেইলার্সের স্বত্বাধিকারী মোশাররফ হোসেনের দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য অশান্তির কারণে তানজিলা আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
পুলিশ তানজিলার স্বামী মোশাররফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে।অপরদিকে দেলুটি ইউনিয়নের হাটবাড়ী গ্রামের মৃত চন্ডিচরণের ছেলে রাজেশ্বর হালদারের (৬৫) মৃতদেহও তার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
আত্মহত্যার ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।