জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিতাস পাড়ের সন্তানদের পিকনিক ও গেট-টুগেদার প্রোগ্রাম-২০১৬
গত শুক্রবার (১৯/২/১৬) ‘চল্ চল্ চল্ সুরের দেশে,তিতাসের পাড়ে’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ‘পিকনিক ও গেট-টুগেদার প্রোগ্রাম-২০১৬’ ।
শুক্রবার দুপুর ২টায় টি-শার্ট বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবুল কালাম আজাদ ও অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির।
অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ এমরান জাহান, সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ, সহকারী অধ্যাপক মামুনুর রশীদ, কর্মকর্তা আব্দুর রউফসহ সমিতির সাবেক ও বর্তমান বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের বক্তব্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এমরান জাহান বলেন, “আমাদের ব্রাহ্মণবাড়িয়া একটি ইতিহাস ও ঐতিহ্যসম্পন্ন উন্নত সংস্কৃতির জায়গা। ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আয়েত আলী খাঁ-সহ এই জেলার আরো অনেকেই বিশ্বব্যাপী সুরের ভুবনে নাম করে গেছেন। কিন্তু কিছুদিন আগে আমাদের জেলার মানুষদের মধ্য থেকেই যে বা যারা আলাউদ্দিন খাঁ স্মৃতিবিজরীত সঙ্গীতাঙ্গনে আঘাত করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেখানে গোটা বিশ্ব যাকে শ্রদ্ধা করে,যার ছাত্ররাও বিশ্বব্যাপী নাম করেছেন; সেখানে আমরা তার ঐতিহ্যে আঘাত হেনেছি। ব্যাপারটি আমাদের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। আমরা যার যার স্বার্থমতে আমাদের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ করার চেষ্টা করব।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বর্তমান কমিটির সভাপতি অসীম এবং সাধারন সম্পাদক নাজিম সিকদার জিতু।তারা অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।এবং পরবরতিতে আর বড় পরিসরে অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক ছাত্র-শিক্ষক উপস্থিত ছিল।
দিনব্যাপী আনন্দঘন এ অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে ছিল- অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন আকর্ষণীয় গেমস, র্যাফেল-ড্র, মধ্যাহ্নভোজ ও মতবিনিময় পর্ব। অনুষ্ঠান শেষে বিভিন্ন গেমস ও র্যাফেল ড্র-তে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিতি বিভিন্ন শিক্ষকবৃন্দ।
সমাপনী বক্তব্যে অধ্যাপক আলমগীর কবির সংগঠনটির প্রতিষ্ঠাকালীন থেকে বর্তমান পর্যন্ত সংগঠনটির বিভিন্ন ইতিহাস, উত্থান-পতনসহ ধারাবাহিক কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, “আমরা তিতাস পাড়ের মানুষ। সাংস্কৃতিক রাজধানীখ্যাত এই জেলায় জন্মগ্রহণ করে আমরা সবসময় গর্ববোধ করি। আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের এই সংগঠনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো। ব্রাহ্মণবাড়িয়ার গুণ্যমান্য ব্যক্তি ও সংগঠনটির প্রাক্তন সদস্যদরে উপস্থিতিতে অতি শীঘ্রই আমরা ‘পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৬’ র আয়োজন করব। এবং ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘স্যুভিনিয়র’প্রকাশ করব।”
উল্লেখ যে, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়স্থ ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি’ ১৯৯২ সালে ‘বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতি’ থেকে পৃথক হয়ে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠাকালীন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোস্তাহিদুর রহমান।
সংগঠনটির প্রচার সম্পাদক এনামুল হক আনাম জানান, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্যসংখা রয়েছে প্রায় ১৬২ জন।