অনন্য রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫১ রানে হারিয়েছে বাংলাদেশ।
জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আরব আমিরাত। এর মধ্যে হিট উইকেটের শিকার হয়ে নিজের উইকেট হারিছেন আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ।
টি-টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে হিট উইকেট কোন ব্যাটসম্যান। ঘটনাটি দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে। মাহমুদউল্লাহ রিয়াদের পঞ্চম বলে স্ট্যাম্প ভেঙ্গে হিট উইকেটের ফাঁদে পড়েন জাভেদ।
এর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে হয়েছেন দু’জন হিট উইকেটের শিকার হয়েছেন। ২০০৯ এ শাহাদাত হোসেনের বলে ওয়েস্ট ইন্ডিজের রায়ান অস্টিন এবং ২০১১ তে সাকিব আল হাসানের বলে আরেক ক্যারিবীয়ান ড্যারেন স্যামি।
ওয়ানডেতেও দু’জন হিট উইকেটের ফাঁদে পড়েছেন। মাশরাফির বলে স্কটল্যান্ডের রায়ান ওয়াটসন (২০০৬) আর রুবেল হোসেনের বলে জিম্বাবুয়ের ম্যালকম ওয়ালার (২০১১)।