শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অনুশীলনেও পাওয়া গেল ‘যুদ্ধে’র আভাস!

cap-24_103635স্পোর্টস ডেস্ক : সোয়া ঘণ্টায় ম্যাচের টিকেট শেষ! দুই চিরশত্রুর লড়াইয়ের উত্তাপ শুরু হয়েছে তখন থেকেই। এরপর ফতুল্লায় অনুশীলনেও তার রেশ টের পাওয়া গেল।

একই মাঠে পাশাপাশি নেটে দুই দল অনুশীলন করেছে। কিন্তু আড়াই ঘণ্টার অনুশীলনে কোনও ক্রিকেটারই এগিয়ে গিয়ে সামান্য সৌজন্য বিনিময়ও করলেন না!

দীর্ঘদিন পরে শনিবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। মাঠে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না, শুক্রবার অনুশীলনেই একে অপরকে বুঝিয়ে দিলেন কোহলি-আফ্রিদিরা।

আন্তর্জাতিক ম্যাচের আগে অনুশীলনের সময়ে দুই দলের ক্রিকেটারদের মধ্যে সৌজন্য বিনিময় অথবা টুকটাক মজাও পরিচিত ছবি। কিন্তু দীর্ঘদিন পরে বাইশ গজে ভারত-পাক লড়াই, তার উপরে সাম্প্রতিককালে ক্রিকেট মাঠের বাইরেও দু’দেশের সম্পর্কে অবনতি। সবকিছুর নির্যাস যেন শুক্রবারের অনুশীলনে দেখা গেল।

এর মধ্যে আবার শহীদ আফ্রিদি ভারতের উপরে মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছেন। তার দাবি, ভারত-পাক সম্পর্ক যেমনই হোক না কেন, ক্রিকেট বা খেলাকে তার বাইরে রাখা উচিত। যদিও পাকিস্তান সরকার দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে বারবার এগিয়ে এসেছে বলেও দাবি করেছেন পাক অধিনায়ক।

এদিকে শুক্রবারও অনুশীলন করেননি ধোনি, নেহরা। এমনিতেই পিঠে ব্যথা নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। সূত্রের খবর, সেই কারণেই শনিবারের ম্যাচের আগে

অনুশীলনে অধিনায়ককে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে চোটপ্রবণ নেহরাকেও বাঁচিয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট। ফলে ৩৬ বছরের পেসারের জন্য আলাদা অনুশীলনের শিডিউল রাখা হয়েছে। সম্ভবত সেই কারণে নেহরাকেও শুক্রবারের অনুশীলনে দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

আ.লীগকে আমাদের লাশের ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে: মামুনুল হক

যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত : সারজিস

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : আসিফ মাহমুদ

গাজায় তিন দিনে নিহত ৭১০

হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার

‘নাগা আমার জন্য রাতে হট চকোলেট, কফি বানায়’

ক্রোয়েশিয়ার কাছে ফ্রান্স, জার্মানির বিপক্ষে হারল ইতালি

বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, জানাল ব্রিটিশ গণমাধ্যম

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১

রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২