ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : রংপুরের কাউনিয়া উপজেলার স্বাব্দী গ্রামে বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে মেঘলা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, কাউনিয়া উপজেলার স্বাব্দী মৈলটারী এলাকার মনোয়ার হোসেন স্ত্রী তার প্রতিবেশি এক কৃষকের জমিতে মেঘলাকে (৩) নিয়ে আলু তুলতে যায়। এক পর্যায়ে মেঘলা আলু ক্ষেত থেকে রেললাইনে উঠে যায়। এমন সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ডেমু ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ জি এম জাহিদুল ইসলাম বলেন, মেঘলার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।