অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার টঙ্গীতে
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকার ফ্লাইওভারের নিচ থেকে বুধবার রাতে অজ্ঞাত ব্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার করেছে পুলিশ।
টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, রাত ৮টার দিকে টঙ্গীর স্টেশনরোড এলাকার শহীদ আহসান উল্যাহ মাস্টার ফ্লাইওভারের নিচে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিক্যাল হলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের হাতে ও পায়ের রগে (শিরায়) সুই ফুড়ানোর চিহ্ন রয়েছে। ওই ব্যক্তি প্যাথেডিন জাতীয় নেশা দ্রব্যে আসক্ত ছিল বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।