ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : মৃতদেহরাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকার বাসার ছাদ থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাব্বির হোসেন (২০) ঢাকা ইমপেরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
সাব্বিরের বাবা বদিউল আলম জানান, বুধবার বিকেল ৩ টার দিকে বাসার ছাদ থেকে সে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইন্সপেক্টর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা বদিউল আলম ও আত্মীয় শাহীন জানান, তারা রামপুরা থানার বনশ্রী রোড নং ৭, সি ব্লক এর ৯/১১ নম্বর বাসায় থাকেন। সাব্বির বিকেলে তৃতীয় তলার ছাদে থেকে হঠাৎ পড়ে যায়। তবে ঠিক কি কারণে সে পড়ে যায় তা আমরা জানিনা।