ঝড়-বৃষ্টিতে বইমেলা সাময়িক বন্ধ
নিজস্ব প্রতিবেদক : হঠাৎ ঝড়োহাওয়া ও শিলাবৃষ্টিতে অমর একুশে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তথ্যকেন্দ্র থেকে মাইকে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণার কথা প্রচার করা হচ্ছে। আজ মেলা আদৌ শুরু হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। আর বৃষ্টি না হলে সন্ধ্যা নাগাদ মেলা শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আকাশ ঘোর অন্ধকারে ঢেকে যায়। এরপর শুরু হয় ঝড়োহাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি। অল্প সময়ের জন্য হযে যাওয়া বর্ষণে মানুষের জীবনযাত্রা হঠাৎ থমকে দাঁড়ায়। পরে বেলা আড়টাইটার দিকে আরেক দফা বৃষ্টি হয়। এতে বইমেলার অনেক স্টল লণ্ডভণ্ড হয়ে যায়। ভিজে যায় বই। ৫০টির বেশি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মেলা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ ঢাকাটাইমসকে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মেলার যে বাউন্ডারি আছে তা ঝড়ে পড়ে গেছে। এজন্য মেলা সাময়িক বন্ধ আছে।
তিনি জানান, আর বৃষ্টি না হলে সন্ধ্যা নাগাদ মেলা শুরু হতে পারে। তবে আবারও বৃষ্টি হলে মেলা শুরু নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বইমেলা ঘুরে দেখা যায়, বৃষ্টিতে অনেক জায়গায় কাঁদা জমে গেছে। লোকজনের ভিড় বাড়লে এই কাঁদা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকের স্টলের ভেতরে পানি জমে আছে। সেই পানি সরাচ্ছেন কর্মীরা।
প্রসঙ্গত, আজই প্রথম এবারের মেলা চলাকালে বড় ধরনের ঝড়-বৃষ্টি হলো।