বিয়ের পর তাঁদের পর্দায় ফেরার গল্প
অভিনেত্রী সুমাইয়া শিমু ও অভিনেতা এফ এস নাঈম। অভিনয় দিয়েই তাঁদের জনপ্রিয়তা শুরু। এখন তাঁদের জনপ্রিয়তা সারাদেশে। জনপ্রিয় এই দুটি মুখ জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে যে যার মত বিয়ে করেছেন। অভিনেতা নাঈম বিয়ে করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদকে। অন্যদিকে, অভিনেত্রী সুমাইয়া শিমু বিয়ে করেছেন মিডিয়ার বাইরের একজন মানুষকে। তাঁর নাম নজরুল ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালে কাজ করেন। তিনি দায়িত্ব পালন করছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর হিসেবে। সংসার নিয়ে ব্যস্ত হলেও দুজনই ফিরে এসেছেন তাঁদের কর্মস্থল অভিনয়ে। বিয়ে করে খুব দ্রত অভিনয়ে ফিরেছেন নাঈম। আর একটু দেড়ি করে হলেও অভিনেত্রী শিমুও ফিরেছেন অভিনয়ে। অভিনেতা নাঈম ও অভিনেত্রী সুমাইয়া শিমু খুব বেশী একসঙ্গে নাটকে অভিনয় করেছেন এমনটা নয়। তবে বিয়ের পর এই প্রথম তরুণ নাট্যকার ও নির্মাতা শিখর শাহনিয়াতের হাত ধরে আবারও একসঙ্গে অভিনয়ে ফিরলেন তাঁরা। তাঁদের একসঙ্গে একটি ভিন্ন ধরনের গল্পের নাটক নির্মাণ করেছেন এই নির্মাতা। নাটকের নাম ‘আর তারার গল্প’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন শিখর শাহনিয়াত নিজেই। গত ১৭ ফেব্রুয়ারি বুধবার ও ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে ও বিভিন্ন মনোরম পরিবেশে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে তারার চরিত্রে অভিনয় করছেন সুমাইয়া শিমু। আর নাঈম অভিনয় করেছেন একজন ফটোগ্রাফারের চরিত্রে। নাটক প্রসঙ্গে নাঈম প্রিয়.কমকে বলেন, “শিমু আপু সম্পর্কে আমি বলার মতো কেউ হতে পারিনি। তবে শুধু এটুকু বলব, তিনি একজন শিক্ষিত, জ্ঞানী, মার্জিত এবং রুচিশীল অভিনেত্রী। শিখরের সাথে আগেও কাজ করেছি। ‘আর তারার গল্প’ দারুণ একটি গল্পের নাটক হয়েছে বলে আমার বিশ্বাস।” নাটকটি খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানায় নির্মাণ সূত্র।