শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাককালামদের হারিয়ে টেস্টের শীর্ষে অস্ট্রেলিয়া

235_103334স্পোর্টস ডেস্ক : মঞ্চটা তৈরি হয়ে গিয়েছিল গতকালই। চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষ হল আজ। ম্যাককালামের বিদায়ী সিরিজ ২-০ ব্যবধানে জিতে টেস্টের শীর্ষে উঠে গেল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে শেষ টেস্টে ৭ উইকেটে হারিয়ে ট্রান্স-তাসমান ট্রফি জিতল অস্ট্রেলিয়া।

হ্যাগলি ওভালে চতুর্থ দিনেই জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। ২০১ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১ উইকেটে ৭০ রান। জো বার্নস ২৭ ও উসমান খাজা ১৯ রান নিয়ে বুধবার পঞ্চম দিনের খেলা শুরু করেন।

দলীয় ১১৩ রানে খাজা ফেরার আগে ৪৫ রান করেন। খাজার বিদায়ের পর তৃতীয় উইকেটে অধিনায়ক স্মিথের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন বার্নস। ব্যক্তিগত ৬৫ রানে বার্নস ফিরে গেলে ভাঙে এ জুটি। এরপর স্মিথ ও অ্যাডাম ভোজেসের ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। স্মিথ ৫৩ ও ভোজেস ১০ রানে অপরাজিত ছিলেন।

ম্যাককালামের নেতৃত্বে ঘরের মাঠে এই প্রথম কোনো টেস্ট সিরিজ হারল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে ম্যাককালামের নেতৃত্বে ঘরের মাঠে ১২ টেস্টের সবকটিতেই অপরাজেয় ছিল কিউইরা।

বিদায়ী সিরিজে পরপর দুই টেস্টে হারলেও ব্যক্তিগত অর্জন নেহাত কম নয় ম্যাককালামের। টেস্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, টেস্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড, অধিনায়ক হিসেবে শেষ টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড, অধিনায়ক হিসেবে শেষ টেস্টে সেঞ্চুরির কীর্তি। কী পাননি তিনি? এত কিছু পেয়েও ম্যাককালাম আক্ষেপ করছেন, কেননা জয়টাই যে অধরা থেকে গেল!

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৭০ (ম্যাককালাম ১৪৫, অ্যান্ডারসন ৭২, ওয়াটলিং ৫৮; লায়ন ৩/৬১, বার্ড ২/৬৬, প্যাটিনসন ২/৮১) ও দ্বিতীয় ইনিংস: ৩৩৫ (উইলিয়ামসন ৯৭, হেনরি ৬৬, ওয়াটলিং ৪৬; বার্ড ৫/৫৯, প্যাটিনসন ৪/৭৭, হ্যাজেলউড ১/৯২।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫০৫ ( বার্নস ১৭০, স্মিথ ১৩৮, ভোজেস ৬০; ওয়াগনার ৬/১০৬, বোল্ট ২/১০৮, উইলিয়ামসন ১/১৭) ও দ্বিতীয় ইনিংস: ২০১/৩ (বার্নস ৬৫, স্মিথ ৫৩*, খাজা ৪৫; সাউদি ১/৩০)

ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : জো বার্নস।

সিরিজ: অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে জয়ী।

এ জাতীয় আরও খবর

আ.লীগকে আমাদের লাশের ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে: মামুনুল হক

যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত : সারজিস

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : আসিফ মাহমুদ

গাজায় তিন দিনে নিহত ৭১০

হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার

‘নাগা আমার জন্য রাতে হট চকোলেট, কফি বানায়’

ক্রোয়েশিয়ার কাছে ফ্রান্স, জার্মানির বিপক্ষে হারল ইতালি

বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, জানাল ব্রিটিশ গণমাধ্যম

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১

রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২