২ মার্চ মীর কাসেমের আপিলের রায়
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় আগামী মার্চ মাসের ২ তারিখে ঘোষণা করা হবে।
আজ বুধবার সকালে এই মামলায় দুই পক্ষের আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন।
২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একাত্তরে কিশোর মুক্তিযোদ্ধা জসীমসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন মীর কাসেম। বেশ কয়েকদিন শুনানি শেষে এই আপিলের রায় ঘোষণার দিন ধার্য হলো।