সাতটি ভাষায় শাহরুখের ‘ফ্যান অ্যানথেম’
বিনোদন ডেস্ক : প্রকাশের পর থেকেই ভালো জনপ্রিয়তা পেয়েছে শাহরুখ খানের পরবর্তী সিনেমা ফ্যান’র অ্যানথেম ‘জাবরা ফ্যান’। তবে এখানেই সীমাবদ্ধ থাকেনি শাহরুখের চমক। বাংলাসহ মোট সাতটি ভাষায় ডাবিং করা হয়েছে ‘জাবরা ফ্যান’ গানটি।জাবরা ফ্যানের হিন্দি সংস্করণটি আগেই প্রকাশিত হয়েছিল। গতকাল ২২ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে গানটির বাংলা, ভোজপুরি, মারাঠি, গুজরাটি, তামিল এবং পাঞ্জাবি সংস্করণ।
এদিকে গান প্রকাশের পাশাপাশি শাহরুখ জানিয়েছেন গানগুলো মনোজ তিওয়ারি, মাহাত্মা গান্ধি, রজনীকান্ত, শচীন টেন্ডুলকার, যশ চোপড়া এবং কলকাতা শহরের প্রতি শ্রদ্ধা থেকে তৈরি করা হয়েছে।