রাজধানীর নিউ মার্কেট এ ভাঙারি দোকানে আগুন, ১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : আগুনরাজধানীর নিউ মার্কেট কাঁচাবাজার এলাকার একটি ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে আরও তিনজন।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় এ আগুন লাগে। নিহত আমজাদ (২৪) ওই ভাঙারি দোকানের কর্মচারী ছিলেন। দগ্ধ তিন কর্মচারী হলেন সোহাগ (১৫),ইয়ামিন (২৫) ও মেহেদী (২০)।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার আতাউর রহমান জানান,প্লাস্টিকের ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পলাশী থেকে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
নিহত আমজাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।