ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা [তালিকাসহ]
নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার রাত পৌনে ৯টার দিকে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে বিকালে কমিটির সদস্যদের তালিকা নিয়ে গণভবনে যান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়।
গত বছরের ২৬-২৭ জুলাই ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, গঠনতন্ত্রের ১১ (ক) অনুচ্ছেদে ২৫১ সদস্যবিশিষ্ট কমিটি করার বিধান থাকলেও এবার ৩০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল ছাত্রলীগ।