‘এখন আর সারা দিন বিকিনি পরে ঘুরি না’
বিনোদন ডেস্ক : পর্ন তারকা থেকে তাঁর বলিউড এন্ট্রি খুব একটা সহজ ছিল না। অভিনয় নয়, এখনও তাঁর শরীর নিয়েই মূল আলোচনা হয়। তিনি সানি লিওন।
কিন্তু আর নয়। এ বার বি-টাউনে নিজের ইমেজ বদলে ফেলতে চান নায়িকা। কিন্তু কী ভাবে?
সানির কথায়, ‘‘এখন আর আমি সারা দিন বিকিনি বা স্টিলেটো পরে ঘুরি না। আমার স্টাইল চেঞ্জ করছি। ভয়ের ছবি হোক বা কমেডি সবরকম কাজ করার চেষ্টা করছি। আমি জানি আমার ব্যক্তিত্ব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পাল্টানো কঠিন। কিন্তু আমাকে তো চেষ্টা করতেই হবে!’’
সানির এই সহজ কথায় অভিভূত বলি পাড়ার পরিচালক-প্রযোজকরা। এখন তাঁকে অন্য রকম চরিত্রে কাস্ট করার কথাই ভাবছেন অনেকে।